১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া বেগম খালেদা জিয়া


আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিউইয়র্কসহ আমেরিকা প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমেছে। বিএনপি ছাড়াও প্রবাসীদের বড় একটি অংশ বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।

অসাংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশের সুশাসনের পরিক্রমায় এবং রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি শূণ্যতা তৈরি হলো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেছেন, তিনিই বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি তার পরিবারকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। শেষ পর্যন্ত নিজেকেই উৎসর্গ করলেন, যা রাজনীতিতে বিরল।

পৃথক পৃথক বিবৃতিতে সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদ, তারেক রহমান মুক্তি আন্দোলন ও স্বদেশ প্রত্যাবর্তন আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র সম্পর্কিত উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক উত্তর বিএনপির প্রেসিডেন্ট আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী, যুুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এডভোকেট জামাল আহমেদ জনি, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন সবুজ, ফিরোজ আহমেদ, কাজী শাখাওয়াত হোসেন আজম, গিয়াস উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, মনিরুল ইসলাম, আবুল কাশেম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনিসহ সকলে জানিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা সকলেই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন।

শেয়ার করুন