১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ১০:২২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


২০২৫ কর বছরে যুক্তরাষ্ট্রে করদাতাদের জন্য নতুন সুবিধা ও ডিডাকশন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
২০২৫ কর বছরে যুক্তরাষ্ট্রে করদাতাদের জন্য নতুন সুবিধা ও ডিডাকশন প্রতীকী ছবি


২০২৫ কর বছর যুক্তরাষ্ট্রে করদাতাদের জন্য নতুন এক যুগের সূচনা করেছে। ওয়ান, বিগ, বিউটিফুল বিল অ্যাক্ট-এর আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল কর ব্যবস্থা, কর ক্রেডিট ও ডিডাকশনে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৫ সালের ৪ জুলাই আইনে স্বাক্ষরের মাধ্যমে এটি কার্যকর হয় এবং ২০২৫ কর বছর থেকেই এর প্রভাব শুরু হয়েছে। এ বছরে একাধিক নতুন কর ছাড়, ডিডাকশন এবং আর্থিক সুবিধা চালু হয়েছে। এটি বিশেষভাবে বয়স্ক নাগরিক, চাকরিজীবী ও স্বনিয়মিত কর্মচারী, গাড়ি ক্রেতা এবং শিশু ও দত্তক গ্রহণকারী পরিবারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এ পরিবর্তনগুলোর উদ্দেশ্য হলো করদাতাদের আয়কর বোঝা হ্রাস করা, সঞ্চয় বাড়ানো এবং স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খাতগুলোতে দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা নিশ্চিত করা। এ নতুন কর নীতিমালায় সিনিয়র করদাতাদের জন্য অতিরিক্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন, টিপস ও ওভারটাইম বেতনের জন্য ডিডাকশন, গাড়ি ঋণের সুদে ছাড়, হেলথ সেভিংস অ্যাকাউন্ট সম্প্রসারণ এবং ট্রাম্প অ্যাকাউন্ট ও দত্তক গ্রহণ ক্রেডিটের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি সুবিধা এবং ডিডাকশন করদাতাদের আর্থিক পরিকল্পনা, সঞ্চয় ও ভবিষ্যতের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে প্রতিটি সুবিধা ও ডিডাকশন, যোগ্যতা, সীমাবদ্ধতা এবং ব্যবহার প্রক্রিয়া আলোচনা করেছি, যাতে করদাতারা সহজে তাদের জন্য প্রযোজ্য সুবিধা সম্পর্কে জানতে এবং সঠিকভাবে কর দাখিল করতে পারেন।

স্ট্যান্ডার্ড ডিডাকশন

২০২৫ কর বছরের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন করদাতাদের আয় এবং দাখিলের ধরন অনুযায়ী নির্ধারিত হয়েছে, যা করযোগ্য আয় কমিয়ে আয়কর বোঝা হ্রাস করতে সাহায্য করবে। বিবাহিত দম্পতিদের জন্য যারা যৌথভাবে দাখিল করবেন, তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন ৩১ হাজার ৫০০ ডলার, একক করদাতা বা আলাদাভাবে দাখিলকারী বিবাহিত ব্যক্তিদের জন্য ১৫ হাজার ৭৫০ ডলার এবং পরিবারের প্রধান বা হেড অব হাউসহোল্ড হিসেবে দাখিলকারীদের জন্য ২৩ হাজার ৬২৫ ডলার নির্ধারিত হয়েছে।

সিনিয়র সিটিজেন করদাতাদের জন্য অতিরিক্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন

প্রথমত, বয়সভিত্তিক অতিরিক্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত কার্যকর হবে। যারা ৬৫ বছর বা তার বেশি বয়সী, তারা স্ট্যান্ডার্ড ডিডাকশনের পাশাপাশি অতিরিক্ত ৬ হাজার ডলার ডিডাকশন দাবি করতে পারবেন। বিবাহিত দম্পতিরা উভয় স্বামী-স্ত্রী যোগ্য হলে, মোট ১২ হাজার ডলার পর্যন্ত ডিডাকশন প্রযোজ্য হবে। তবে এ সুবিধা উচ্চ আয়ের জন্য সীমাবদ্ধ থাকবে। একক করদাতাদের আয় যদি ৭৫ হাজার ডলার এবং যৌথ দাখিলকারীদের আয় ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি হলে ধীরে ধীরে ডিডাকশন কমে যাবে। যোগ্যতা অর্জনের জন্য করদাতার অবশ্যই বছরের শেষ দিন পর্যন্ত ৬৫ বছর বা তার বেশি বয়সী হতে হবে। এই সুবিধা আইটেমাইজড এবং নন-আইটেমাইজড উভয় ধরনের দাখিলকারীর জন্য প্রযোজ্য এবং দাখিলের সময় সোশ্যাল সিকিউরিটি নম্বর (এসএসএন) অন্তর্ভুক্ত করতে হবে।

টিপস-এর জন্য ডিডাকশন

নির্দিষ্ট পেশায় নিয়মিত টিপস বা বকশিস প্রাপ্ত কর্মচারী এবং স্বনিয়মিত ব্যক্তি তাদের টিপসের ওপর সর্বোচ্চ ২৫ হাজার ডলারের ডিডাকশন নিতে পারবেন। টিপস হতে পারে নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাপ্ত এবং শেয়ার করা টিপসও গণ্য হবে। স্বনিয়মিত ব্যক্তির ক্ষেত্রে ডিডাকশন তাদের ব্যবসার আয়ের চেয়ে বেশি হতে পারবে না। উচ্চ আয়ের কর দাতাদের জন্য সীমা রয়েছে। একক করদাতাদের জন্য ১ লাখ ৫০ হাজার ডলার এবং যৌথ দাখিলকারীদের জন্য ৩ লাখ ডলার পর্যন্ত হতে হবে । তবে নির্দিষ্ট সেবামূলক ব্যবসা বা পেশা কর্মচারী বা স্বনিয়মিত ব্যক্তি এ সুবিধার আওতায় পড়বে না। আইআরএস কোড-এর সেকশন ১৯৯-এ অনুযায়ী, নির্দিষ্ট সেবামূলক ব্যবসা বা পেশা এমন কিছু পেশা বা ব্যবসাকে বোঝানো হয় যেগুলোর আয়ের প্রধান উৎস হলো মালিক বা কর্মীদের ব্যক্তিগত দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সুনাম বা খ্যাতি। অর্থাৎ যেখানে ব্যবসার সাফল্য মূলত ব্যক্তির পেশাগত যোগ্যতা ও ব্যক্তিগত সেবার ওপর নির্ভরশীল, সেসব ব্যবসা সাধারণতএস এসটিবি হিসেবে বিবেচিত হয়।

এই শ্রেণির মধ্যে পড়ে স্বাস্থ্য খাতের পেশাজীবীরা যেমন ডাক্তার, ডেন্টিস্ট ও ফিজিক্যাল থেরাপিস্ট, আইন পেশার আইনজীবী ও ল ফার্ম, হিসাব ও আর্থিক খাতের সিপিএ, অ্যাকাউন্টেন্ট ও অ্যাকচুয়ারি, বিভিন্ন ধরনের কনসালটিং বা পরামর্শক সেবা; বিনিয়োগ উপদেষ্টা, ব্রোকার ও ওয়েলথ ম্যানেজারের মতো আর্থিক সেবা প্রদানকারীরা। এছাড়াও পারফর্মিং আর্টসের শিল্পী, পেশাদার খেলোয়াড় ও কোচ, সিকিউরিটিজ বা কমোডিটিজ ট্রেডিং ও ডিলিং ব্যবসা এবং এমন ব্যবসা যেখানে আয়ের বড় অংশ আসে কোনো ব্যক্তি বা ব্র্যান্ডের খ্যাতি ও ইমেজ থেকে, সেগুলোও আওতায় পড়বে । তবে প্রকৌশল, স্থাপত্য, উৎপাদন, খুচরা ব্যবসা, রেস্তোরাঁ, ট্রাকিং কিংবা ভাড়াভিত্তিক রিয়েল এস্টেট ব্যবসার মতো ক্ষেত্রগুলো সাধারণত নির্দিষ্ট সেবাভিত্তিক ব্যবসা বা পেশা হিসেবে গণ্য হয় না।

ওভারটাইম বেতন ডিডাকশন

তৃতীয়ত, ওভারটাইম বেতনের ক্ষেত্রে করদাতারা তাদের সাধারণ বেতনের ওপর অতিরিক্ত অংশের ওপর ডিডাকশন নিতে পারবেন। একক করদাতাদের জন্য সর্বাধিক ১২ হাজার ৫০০ ডলার এবং যৌথ দাখিলকারীদের জন্য ২৫ হাজার ডলার ডিডাকশন প্রযোজ্য। এটি ডব্লিউ-২, ১০৯৯ বা অন্যান্য ফরমে রিপোর্ট করা ওভারটাইম বেতনের জন্য প্রযোজ্য এবং উচ্চ আয়ের জন্য সীমা রয়েছে; একক ১ লাখ ৫০ হাজার ডলার যৌথ ৩ লাখ ডলার। এসএসএন থাকা এবং আইটেমাইজড বা নন-আইটেমাইজড দাখিলকারী হওয়া বাধ্যতামূলক। নিয়োগকর্তাদের জন্য রিপোর্টিং বাধ্যতামূলক এবং ট্রেজারি বিভাগ ও আইআরএস ২০২৫-এর জন্য ট্রানজিশন রিলিফ প্রদান করবে।

গাড়ি ঋণ ডিডাকশন

ব্যক্তিগত ব্যবহারের জন্য ঋণ নেওয়া যোগ্য গাড়ির সুদেও সর্বোচ্চ ১০ হাজার ডলার ডিডাকশন পাওয়া যাবে। ঋণ অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর শুরু হতে হবে এবং লিজ অন্তর্ভুক্ত হবে না। যোগ্য গাড়ি হলো কার, এসইউভি, মিনিভ্যান, পিকআপ ট্রাক বা মোটরসাইকেল যার ওজন ১৪ হাজার পাউন্ডের কম এবং যা যুক্তরাষ্ট্রে ফাইনাল অ্যাসেম্বলি হয়েছে। ডিডাকশন দাবি করার সময় ভেহিক্যাল আইডেনটিফিকেশন নম্বর (ভিআইএন) অন্তর্ভুক্ত করতে হবে। ঋণদাতারা আইআরএসকে রিপোর্ট করবেন এবং করদাতাদের সুদের বিবরণ দেবেন। এ সুবিধা ব্যক্তিগত গাড়ি ক্রয়ের ক্ষেত্রে করদাতাদের আর্থিক বোঝা কমাতে সাহায্য করবে।

হেলথ সেভিংস অ্যাকাউন্ট সম্প্রসারণ ও টেলিহেলথ সুবিধা

হেলথ সেভিংস অ্যাকাউন্ট সম্প্রসারণের আওতায় হাই-ডিডাক্টেবল হেলথ প্ল্যান ব্যবহারকারীরা টেলিহেলথ বা রিমোট কেয়ার সেবা ডিডাক্টেবল বা কর ছাড়যোগ্য পূর্ণ না হওয়া সত্ত্বেও ব্যবহার করতে পারবেন এবং এরপরও স্বাস্থ্য সঞ্চয় হিসাব বা হেলথ সেভিংস অ্যাকাউন্টে অবদান রাখতে পারবেন। এ নিয়ম ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে স্থায়ীভাবে কার্যকর।

ট্রাম্প অ্যাকাউন্টস

ট্রাম্প অ্যাকাউন্ট প্রবর্তন করা হয়েছে। ২০২৬ সালের ৪ জুলাই থেকে, অভিভাবকরা বা পিতামাতা একটি ট্রাম্প অ্যাকাউন্ট খোলার মাধ্যমে প্রত্যেক যোগ্য শিশুর জন্য এককালীন ১ হাজার ডলার সরকারি অবদান পাবেন। ব্যক্তিগত ও নিয়োগকর্তার অবদান বছরে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারবে। নিয়োগকর্তা ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত অবদান দিতে পারবেন, যা কর্মচারীর আয় হিসাবে করযোগ্য হবে না। তহবিল অবশ্যই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড বা এসঅ্যান্ডপি ৫০০ ট্র্যাক করা এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা বিনিময়ভিত্তিক তহবিলে বিনিয়োগ করতে হবে। এর অর্থ হলো সাধারণত শিশুর ১৮ বছর পূর্ণ হওয়ার পর পর্যন্ত উত্তোলনযোগ্য নয় এবং তারপর এটি ট্র্যাডিশনাল আইআর এস-এর মতো কর নিয়মে পরিচালিত হবে।

দত্তক গ্রহণ ক্রেডিট বৃদ্ধি

দত্তক গ্রহণ ক্রেডিটেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ কর বছরের জন্য, দত্তক গ্রহণ ক্রেডিটের ৫ হাজার ডলার পর্যন্ত অংশ ফেরতযোগ্য হবে। পূর্ববর্তী বছর থেকে ক্রেডিট ফরওয়ার্ড করা অর্থ এ ফেরতযোগ্য অংশের গণনায় ব্যবহার করা যাবে না। এটি দত্তক গ্রহণকারী পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াবে, বিশেষ করে প্রথমবার দত্তক নেওয়ার সময়।

মোটের ওপর ২০২৫ কর বছর মার্কিন যুক্তরাষ্ট্রে করদাতাদের জন্য বিশেষ সুবিধা ও ছাড়ের নতুন দিক উন্মোচিত করেছে। এটি মূলত বয়স্ক নাগরিক, স্বনিয়মিত ও নিয়োগপ্রাপ্ত কর্মচারী, গাড়ি ক্রেতা, শিশু ও অভিভাবক এবং দত্তক গ্রহণকারী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। এই সুযোগগুলো করদাতাদের কর বোঝা হ্রাস, সঞ্চয় বৃদ্ধি এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হবে।

২০২৫ কর বছর যুক্তরাষ্ট্রে করদাতাদের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে, যেখানে একাধিক নতুন কর ছাড়, ডিডাকশন এবং আর্থিক সুবিধা চালু হয়েছে। সিনিয়র নাগরিক, স্বনিয়মিত ও নিয়োগপ্রাপ্ত কর্মচারী, গাড়ি ক্রেতা, শিশু ও দত্তক গ্রহণকারী পরিবাররা এই নীতিমালার মূল লক্ষ্যবস্তু। অতিরিক্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন, টিপস ও ওভারটাইম বেতনের ডিডাকশন, গাড়ি ঋণের সুদে ছাড়, হেলথ সেভিংস অ্যাকাউন্ট সম্প্রসারণ, ট্রাম্প অ্যাকাউন্ট এবং দত্তক গ্রহণ ক্রেডিট। এ সুযোগগুলো করদাতাদের কর বোঝা কমানো, সঞ্চয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। সঠিকভাবে সুবিধাগুলো বোঝা এবং ব্যবহার করাই করদাতাদের জন্য সর্বোচ্চ সুবিধা গ্রহণের চাবিকাঠি।

শেয়ার করুন