৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ৬:৪০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


ইরানের হুশিয়ারী
‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৬
‘উপসাগরীয় অঞ্চলজুড়ে  মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’


যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে অবিলম্বে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি এবং এই অঞ্চলে অবস্থানরত বিমানবাহী রণতরীতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। 


শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। 



তিনি আরও বলেন, ‘মার্কিন বিমানবাহী রণতরীগুলোর ‘গুরুতর দুর্বলতায়’ রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলজুড়ে  মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে।’


গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কথা উল্লেখ করে আকরামিনিয়া বলেন, ‘যদি আমেরিকানরা আগের মতো ভুল করে, তাহলে ট্রাম্প যেভাবে কল্পনা করেন সেভাবে হবে না। তিনি আকস্মিক হামলা চালাবেন এরপর দুই ঘণ্টা পর টুইট করবেন অভিযান শেষে হয়েছে, এমনটি হবে না। আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং তাৎক্ষণিক।’



এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় বিশাল সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই ইরানের আরও কাছে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ। 



মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিমান বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে বহু-দিনের প্রস্তুতি মহড়া পরিচালনা করবে, যাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড এলাকা জুড়ে যুদ্ধ বিমান মোতায়েন, শত্রু বিমান বাহিনীকে ছত্রভঙ্গ এবং যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের টিকে থাকার ক্ষমতা পরীক্ষা করা যায়। বেশ কিছুদিন এই মহড়া চলবে।’


এরমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিশাল নৌবহর আসছে জানিয়ে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে শিগগিরই একটি পারমানবিক চুক্তি করতে হবে, অন্যথায় গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা হয়েছিল, এবার তার চেয়েও ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। 



নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড় এবং ভেনেজুয়েলার মতো অভিযানের জন্য প্রস্তুত। যা প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালানোর সক্ষমতা রাখে।’


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসাগরীয় কর্মকর্তা বলেন, মার্কিন হামলার আশঙ্কা কমেই বাড়ছে। এটি অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যা তীব্র অর্থনৈতিক বিপর্যয়ের দিয়ে নিয়ে যাবে। এতে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাবে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকেও প্রভাবিত করবে।

সূত্র: গালফ নিউজ 

শেয়ার করুন