০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


কাল বাংলাদেশ - আফগানিস্তান ম্যাচ
উত্তেজনা ছড়িয়ে জিতল ভারত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২২
উত্তেজনা ছড়িয়ে জিতল ভারত ছক্কা হাকিয়ে জয়ের পর হারদিক পান্ডিয়াকে নিয়ে দিনেশ /ছবি সংগৃহীত


তুমুল উত্তেজনাপূর্ন ম্যাচে পাকিস্তানকে শেষ ওভারে হারালো ভারত। দুবাইয়ে স্বল্প টার্গেটেও পাকিস্তান যেভাবে ম্যাচটার শেষ মুহুর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছে। ভারতও ছিল প্রচন্ড টেনশনে সেটা ছিল আসলে ক্রিকেটের চীরাচরিত সেই অনিশ্চয়তারই দোলাচাল।

এ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে পাকিস্তান ১৪৭ রান সংগ্রহে সমার্থ হয়। রেজওয়ান করেছিল সর্বোচ্চ ৪৩ রান ৪২ বলে। এ ছাড়া ইফতিখারের  ২৮ রান উল্লেখযোগ্য। ভারতের বোলারদের মধ্যে ভুবেনেশ্বর কুমার নেন চার উইকেট। এছাড়া হারদিক পান্ডিয়া নিয়েছেন তিনটি। 

এরপর খেলতে নেমে ভারতও রান সংগ্রহে ধুকছে। বিশেষ করে পাকিস্তানের বোলরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজেই জিতে যাবে বলে যে ধারনা ছিল সেটা বদলে দিয়েছে। শেষ পর্যন্ত জিতেছে তারা। কিন্তু উত্তেজনা ছড়িয়ে দুই বল হাতে রেখে। হারদিক পান্ডিয়া ছক্কা হাকিয়ে ওই জয় নিশ্চিত করেন। শেষ তিন বলে অবশ্য ৬ রানেরই ছিল প্রয়োজন। পান্ডিয়া ১৭ বলে করেন ৩৩। এছাড়া কোহলি ও জাদেজা করেন ৩৫ করে রান। নেওয়াজ নেন তিন উইকেট। 

কাল বাংলাদেশ প্রথম ম্যাচে খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে। 


শেয়ার করুন