৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১১:১৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
বিশ্বকাপ ফাইনালে টিকেটের দাম ৬ হাজার ডলার


২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিকেট বিক্রির উন্মাদনা শুরু হয়েছে। প্রথম ধাপেই বিপুল সাড়া ফেলেছে এই প্রক্রিয়া। অক্টোবরের শুরুতে টিকেট বিক্রি শুরুর পর মাত্র কয়েক দিনের মধ্যেই ৪৫ লক্ষাধিক ফুটবলপ্রেমী আবেদন করেছেন লটারির মাধ্যমে টিকেট কেনার সুযোগ পেতে। এখনো আনুষ্ঠানিকভাবে পুরো টিকেটের মূল্যের তালিকা প্রকাশ করেনি ফিফা। তবুও যেসব ভাগ্যবান সমর্থক লটারিতে টিকেট পেয়েছেন, তাদের অনেকেই অনলাইনে টিকেটের দাম প্রকাশ করছেন।

টিকেটের বিপুল দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণ প্রবেশ টিকেট চারটি বিভাগে ভাগ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচের টিকেটের দাম ৫৬০ মার্কিন ডলার (প্রায় ৬৯ হাজার টাকা) থেকে শুরু করে ২ হাজার ২৩৫ ডলার (প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত। ফাইনাল ম্যাচের সবচেয়ে সস্তা টিকেটের মূল্য ২ হাজার ৩০ ডলার (প্রায় আড়াই লাখ টাকা)। আর সবচেয়ে দামি টিকেটের মূল্য ৬ হাজার ডলার (প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা)। 

হসপিটালিটি টিকেট এখনো বিক্রির জন্য উন্মুক্ত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটির মূল্য হবে অন্যান্য যে কোনো টিকেটের চেয়ে বহুগুণ বেশি। প্রতিযোগিতার প্রথম দিকের কিছু ম্যাচে, বিশেষ করে তুলনামূলক কম আকর্ষণীয় ভেন্যুগুলোতে ৬০ ডলার (প্রায় সাড়ে ৭ হাজার টাকা) মূল্যের টিকেট পাওয়া যাচ্ছে। তবে সেগুলো খুবই সীমিত সংখ্যায় বরাদ্দ।

ফিফার টিকেট বিক্রির তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। শেষ হবে ১৩ জানুয়ারি। এ সময় ভক্তরা নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী টিকেটের জন্য আবেদন করতে পারবেন। পরে জানানো হবে তারা নির্বাচিত হয়েছেন কি না। টুর্নামেন্ট ঘনিয়ে এলে বাকি থাকা আসনগুলো আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টটি তিনটি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ফলে টিকেটের চাহিদা রেকর্ড ছুঁয়েছে।

শেয়ার করুন