১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:১৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


মিশেল ব্যাচলেটের বাংলাদেশ সফর প্রসঙ্গ
সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করেছেন: মির্জা ফখরুল


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের বক্তব্য নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, মিশেল ব্যাচলেট তার বাংলাদেশ সফরে সরকারের মন্ত্রী, নাগরিক সমাজ ও সাংবাদিকদের কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি সংবাদ সম্মেলন করেও গুমের ঘটনায় একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত কমিশনের কথা বলেছেন। কিন্তু এ নিয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন। 

এতে করে বাধ্য হয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের মন্ত্রীরা গণমাধ্যমে যা বলেছেন, তা সত্য নয়। 

জাতীয় প্রেসক্লাবে বুধবার বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় মির্জা ফখরুল ওই কথা বলেন। তিনি বলেন,‘গুমের ঘটনা অস্বীকার করে লাভ হবে না। তদন্ত করে ব্যবস্থা নিন। গণমাধ্যমে এসেছে, ‘আয়নাঘর’ নামে এক ঘর আছে। সেই ঘরে লোকজনকে তুলে নেওয়া হয়। গতকালও (মঙ্গলবার) একজন ফিরে এসেছেন। কিন্তু ভয়ে মুখ খুলছেন না।’

তিনি বলেন, ‘এই গণতন্ত্রের সংগ্রামে, ফ্যাসিবাদকে সরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা সবাইকে সহযোদ্ধা হিসেবে পেতে চাই। আমরা অতীতে সংগ্রাম করেছি, জেলে গেছি, গুম হয়েছি, কিন্তু সে পথ থেকে কখনো সরে আসিনি।’


শেয়ার করুন