৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৩:১৩ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির নির্বাচন : ৫ কেন্দ্র চূড়ান্ত
বাতিলকৃত ভোট নিয়ে হম্ভিতম্ভি থাকলেও সবাই ব্যস্ত প্রচারণায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
বাতিলকৃত ভোট নিয়ে হম্ভিতম্ভি থাকলেও সবাই ব্যস্ত প্রচারণায় বক্তব্য রাখছেন জাহিদ মিন্টু


প্রবাসের মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। এই নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে দুটো প্যানেল। একটি প্যানেল হচ্ছে রুহুল-জাহিদ এবং অপরটি হবে সেলিম-আলী প্যানেল। দুটো প্যানেলই তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও সেলিম-আলী প্যানেলের পক্ষ থেকে অতিরিক্ত ভোটার নিয়ে সোসাইটির কর্মকর্তাদের লিখিতভাবে চিঠি দেয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সোসাইটির কার্যকরি কমিটি এবং ট্রাস্টি বোর্ডের যৌথসভায় ৩০৭ ভোট বাতিল করা হয়। এই ভোট বাতিল করার পর এই প্যানেল থেকে আবার উল্টো প্রতিক্রিয় জানানো হচ্ছে। তারা অতিরিক্ত ভোট বাতিলে চিঠি দিলেও এখন এই ভোট কেন বাতিল করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ এই ভোটগুলোর মধ্যে অধিকাংশ আমাদেরই ছিলো। অনেকেই প্রশ্ন করে বলেছেন, তাহলে আগে অতিরিক্ত ভোট বাতিলের জন্য কেন চিঠি দেয়া হলো। কেন বাজার গরম করা হলো। বাতিলের পর এখন কেন হম্ভিতম্ভি করা হচ্ছে। আবার বলা হচ্ছে বাতিলকৃত ভোট সংযুক্ত করতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি আমাদের যে ভোটার তালিকা দেবেন, সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচন করবো বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী। আরেক প্রশ্নের জবাবে এডভোকেট জামাল আহমেদ জনি জানিয়েছেন, ভোট গ্রহণের জন্য ৫টি কেন্দ্র ঠিক করা হয়েছে। উডসাইডের ভোট গ্রহণ করা হবে গুলশান টেরেসে, জ্যামাইকায় ইকরা পার্টি সেন্টারে, ব্রুকলীনের পিএস ১৭৯ স্কুলে, ওজনপার্বে ৮০-৫০ পিটকিন এভিনিউতে মুনা সেন্টারে এবং ব্রঙ্কসের গোল্ডেন প্লেসে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের স্বার্থে ঠিকানা অনুযায়ী ভোটারদের তাদের কেন্দ্রে ভোট দিতে হবে। অন্যকোন কেন্দ্রে গিয়ে ভোট দেয়া যাবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের কেন্দ্রের ভিতরে কাউকে গন্ডগোল করার সুযোগ দেয়া হবে না। আরেক প্রশ্নে তিনি বলেন, ভোট গ্রহণ করা হবে টার্চ স্কিন মেশিনে।

শেয়ার করুন