০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুবলীগের আহবায়ক তারেক হায়দার চৌধুরীকে অব্যাহতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
যুবলীগের আহবায়ক তারেক হায়দার চৌধুরীকে অব্যাহতি যুবলীগের আহবায়ক তরিকুল হায়দার চৌধুরী


যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেক হায়দার চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অব্যাহতি দেয়া হয়। গত ১৬ অক্টোবর প্রেরিত এই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি তারেক হায়দার চৌধুরী, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখা। আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিনষ্ট হয়েছে। ইতোপূর্বে গত ২৯/০৯/২০২২ ইং তারিখে আপনাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। যার প্রেক্ষিতে আপনি নোটিশের জবাব প্রদান করেন। কিন্তু উক্ত নোটিশের জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি।

এমতবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ-এর নির্দেশক্রমে আপনাকে (তারেক হায়দার চৌধুরী, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, যুক্তরাষ্ট্র শাখা) সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

মূলত এই ঘটনার সুত্রপাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সময়। ঐ সময় ম্যানহাটনের হোটেল লবিতে প্রধানমন্ত্রীর সাথে নেতৃবৃন্দের স্বাক্ষাত নিয়ে তারেক হায়দার চৌধুরী আব্দুস সোবহান গোলাপ এমপির সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে গালাগাল দেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেলকে আগ বহিষ্কার করা হয়। এবার অব্যাহতি দেয়া হলো তারেক হায়দার চৌধুরীকে।

শেয়ার করুন