০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পর্তুগাল মরক্কো কোয়ার্টারে
কাতারে প্রথম হ্যাটট্রিক রামোসের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
কাতারে প্রথম হ্যাটট্রিক রামোসের


গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টারে উঠল পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে। অথচ ম্যাচের প্রথম একাদশে ছিলেন না দলের কৃতি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে নেয়া হয় গঞ্জালো রামসকে। সুযোগ পাওয়া এ রামোসই সুইস বাধা তছনছ করে কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন। গোলগুলো করেন তিনি ১৭,৫১ ও ৬৭ মিনিটে। গোল এখানেই থেমে ছিল না। এর মধ্যেও হয়েছে। শেষেও হয়েছে। রামোসের প্রথম গোলের পর দ্বিতীয় গোল করেছিলেন পেপে। প্রথমার্ধে ২-০ তে ই এগিয়ে থাকে দলটি।

দ্বিতীয়ার্ধে নেমেই আবার গোল করে দলটি। এবার ওই রামোস। খেলার তখন ৫১ মিনিট। ৩-০। এরপর কিছুক্ষনের মধ্যে রাফায়েল গুরুইরো দলকে এগিয়ে নেন ৪-০ তে। শুরু হয়ে যান যেন গোল উৎসব। এ সময় পাল্টা আক্রমন থেকে সুইজারল্যান্ড একটি গোল পরিশোধ করে। সেটা করেছিল ম্যানুয়েল আকাঞ্জি। পরের গোল রামোসকে দিয়ে। ৬৭ মিনিটে এ গোলের মাধ্যমে হ্যাটট্রিকও করে ফেলেন। রোনালদোকে এরপর নামানো হলেও তিনি গোল করতে পারেননি। তবে অপর বদলি খেলোয়ার লিওন গোল করে দলকে ৬-১ এ এগিয়ে শেষ করেন। পর্তুগাল কোয়ার্টারে মুখোমুখী হবে মরক্কোর বিপক্ষে।

এর আগে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে মরক্কো ৩-০ গোলে হারায় স্পেনকে। নির্ধারিত ও এক্সট্রা টাইমেও গোল করতে পারেনি। তবে গোলের সুযোগ পেয়েও গোল না পেয়ে ব্যার্থ হয়েছে স্পেন। কিন্ত টাইব্রেকারে সুযোগ থাকলেও মরক্কোর গোলরক্ষকের দক্ষতায় একবারও পারেননি তারা মরক্কোর জালে বল ঠেলতে।  


শেয়ার করুন