২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩১:৩৭ পূর্বাহ্ন


ঐক্যবদ্ধ নবাবগঞ্জের অভিষেক সম্পন্ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
ঐক্যবদ্ধ নবাবগঞ্জের অভিষেক সম্পন্ন প্রধান অতিথির সঙ্গে নেতৃবৃন্দ


বর্ণাঢ্য আয়োজন ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৯ নভেম্বর রোবার ‘নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক্’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গুলশান টেরেস পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী নবাবগঞ্জবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। গেস্ট অব অনার ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শাহ নেওয়াজ, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সোসাইটি, অ্যাটর্নি মঈন চৌধুরী, কুইন্স ডেমোক্রেটিক লিটার অ্যাট লার্জ। ডা. মোহাম্মদ জেড মোড়ল (অর্থোপেডিক সার্জন), আতাউর রহমান সেলিম (সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইনক্), মোহাম্মদ আলী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ইনক্), আরিফ চৌধুরী,( সাবেক সভাপতি ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক্। আবু নাসের, আব্দুল রহিম হাওলাদার, রুহুল আমিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বকর সিদ্দিক, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ফিরোজ, জাতীর শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতাযুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (দোহার) এবং বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান (দোহার)।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম বাসেত রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক্), ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, (সাবেক প্রধান উপদেষ্টা ঢাকা জেলা অ্যাসোসিয়েশন), কবি মিশুক সেলিম, মো. খাইরুল আলম সিনিয়র সহ-সভাপতি ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইনক্, শেখ সালাউদ্দিন আহমেদ খোকন, বিশিষ্ট রিয়েলিটর এবং উপদেষ্টা ঢাকা জেলা অ্যাসোসিয়েশন। মোস্তফা কামাল মুকুল, আব্দুর রাজ্জাক নান্নু, আছিয়া আক্তার, প্রফেসর রফিকুল ইসলাম, আতিকুর রহমান ফারুক, শাহাজাহান মিয়া, দেলোয়ার শিপন, সাংবাদিক সামসুল হক, জিলানী, আহসান হাবিব এবং নিউইয়র্কের প্রায় সকল গণমাধ্যমকর্মী।

নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং ট্রাস্টি সদস্য আব্দুল কাইয়্যুম, মোহাম্মদ উল্লাহ ফরহাদ, আজাদ রহমান, মনিরুজ্জামান মনির, ও মনির আহমেদ উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম‍্যান সেলিম ইব্রাহিম সংবিধানের স্মারক অনুলিপি ট্রাস্টি বোর্ড প্রধানের হাতে তুলে দেন। সংবিধানের খসড়া প্রণয়ন করেন তানভীর করিম, সহযোগিতায় ছিলেন আসাদ জামান।

নবনির্বাচিত সভাপতি গোলাম এন হায়দার মুকুট এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ সমগ্র ক্যাবিনেট শপথ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এমএ ইউসুফ ভূঁইয়া, সহ-সভাপতি সোহেলা পারভীন বেবী, আতিকুর রহমান তারেক, আব্দুর রশিদ বাবু, রুবেল চৌধুরী, ওয়াদুদ মানিক, মো. আব্দুল খালেক, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ডানিয়েল জোগেস গোমেজ, সহ-সাধারণ সম্পাদক শহিদ জামান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্রাফিল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম জিয়া উদ্দিন হায়দার মুনিফ, কোষাধ্যক্ষ নুর আমিন, সাহিত্য সম্পাদক সুফিয়ান আহমেদ রক্তিম, সাংস্কৃতিক সম্পাদক লিটন ফিলিপস, আপ‍্যায়ন সম্পাদক ওয়াজেদ মিয়া, অফিস সম্পাদক মো. জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অনামিকা ইকবাল, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান সেলিম ইব্রাহিম, কার্যনির্বাহী সদস্য ও অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক খালিদ আহমেদ বাবু, অভিষেক উদযাপন কমিটির অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ বিজু, অভিষেক উদযাপন কমিটির সদস‍্য সচিব এবং অভিষেক অনুষ্ঠানের সঞ্চালক কবি আসাদ জামান, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম রাসেল, সদস‍্য মিঠু মিয়া সদস‍্য জামান বাবু, সদস‍্য এম তাহসিন আহমেদ, সদস্য মনির জামান মিঠু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহিদ জামান এবং বাইবেল পাঠ করেন ডানিয়েল জোগেস গোমেজ। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও গেস্ট অব অনার। সংগঠনের নবীন সদস্যরা ফুল দিয়ে অতিথিদের বরণ করেন।

অনুষ্ঠানে প্রকাশিত হয় সংগঠনের স্মারক সংকলন ‘ইছামতির বাঁকে’। এর প্রকাশনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান তারেক; সম্পাদনা করেন তানভীর করিম এবং পরিমার্জনায় ছিলেন কবি আসাদ জামান।

গুলশান টেরেস পার্টি হলের মনোমুগ্ধকর পরিবেশে ডিজিটাল ব্যাকড্রপ ও গ্রাফিক্স ডিজাইন করে অনুষ্ঠানকে নান্দনিক রূপ দেন তানভীর করিম।

সাংস্কৃতিক পর্বে কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশিদ বাবুর তত্ত্বাবধানে এবং লিটন ফিলিপসের সঞ্চালনায় পরিবেশিত হয় মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা। সেখানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ত্রিনিয়া হাসান, নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল এবং সংগঠনের নিজস্ব শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন লিয়ানা।

রাতের খাবার পরিবেশন এর তদারকি করেন মোহাম্মদ ইউসুফ বিজু ও মোহাম্মদ উল্লাহ ফরহাদ। অতিথিদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন শহিদ জামান বাবু, মোহাম্মদ ইস্রাফিল এবং আবুল কালাম আজাদ। এছাড়া অতিথিদের শুভ আগমনকে স্বাগত জানিয়ে বরণ করে নেন সোহেলা পারভিন বেবী ও আনোয়ারা শিল্পী। অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের ঐক্য, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

বৃষ্টিস্নাত বিকেলেও বিপুল জনসমাগমে অনুষ্ঠানটি প্রমাণ করে যে, নবাবগঞ্জবাসী প্রবাসে আজ সত্যিই ঐক্যবদ্ধ।

শেয়ার করুন