০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০৬:২৬:৩৬ অপরাহ্ন


নিজের ধর্মীয় বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না: সাকি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৫
নিজের ধর্মীয় বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না: সাকি জোনায়েদ সাকি


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নিজের মতামত, নিজের ধর্মীয় বিশ্বাস, নিজের চর্চা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। গত ২৯ সেপ্টেম্বর সোমবার বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় এই কথা বলেন তিনি।

এর আগে জোনায়েদ সাকি ঢাকেশ্বরী পূজামণ্ডপে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও পূজা আয়োজকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মহাষ্টমী ও মহানবমীর দিন জোনায়েদ সাকি তার নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পূজামণ্ডপগুলোতে পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করবেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের অস্তিত্ব ও গঠনের ভিত্তি হচ্ছে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। এই দেশে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা আমাদের সমুন্নত রাখতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। নাগরিকের ধর্মীয় পরিচয়, তার জাতিগত পরিচয়, লিঙ্গীয় পরিচয়, তার বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, তার জীবনচর্চা যা-ই হোক না কেন, প্রত্যেকে নিরাপদে মাথা উঁচু করে এই দেশে থাকবে। যারা এটাকে নস্যাৎ করার চেষ্টা করবে, তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধেই দাঁড়াবে।

তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের সকল মানুষের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের আহ্বান এটাই- এই দেশে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হোক। নিজের মতামত, নিজের ধর্মীয় বিশ্বাস, নিজের চর্চা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। সেই প্রতিরোধের শক্তি তৈরি হোক। সেই শক্তি আমাদের সম্প্রীতির মধ্যেই আমরা তৈরি করতে পারব এই আশা রাখি।

একইসাথে পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীর সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক কুমার রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মোল্লা, সম্মিলিত পেশাজীবী সংহতির কেন্দ্রীয় সংগঠক অ্যাড. রেজাউল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় সাংগঠনিক উপকমিটির সদস্য সাইফুল্লাহ সিদ্দিক রুমন, চকবাজার থানার আহ্বায়ক জয় ভৌমিক, লালবাগ থানার আহ্বায়ক টিটু মিয়া, মিরপুর থানার যুগ্ম আহবায়ক রতন তালুকদার দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

শেয়ার করুন