৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:২০:২০ অপরাহ্ন


ইউএসসিআইএস চালু করলো নতুন ইলেকট্রনিক ডেবিট পেমেন্ট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
ইউএসসিআইএস চালু করলো নতুন ইলেকট্রনিক ডেবিট পেমেন্ট ইলেকট্রনিক ডেবিট পেমেন্ট


নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত আবেদন ফি পরিশোধের পদ্ধতিতে ইউএস কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস নতুন একটি আধুনিক পদ্ধতি আনলো। এখন থেকে যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ইলেকট্রনিক ডেবিটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। এর ফলে পেমেন্ট প্রক্রিয়া হবে আরো দ্রুত, নিরাপদ এবং ঝুঁকি কমে আসবে। এ পদ্ধতি অবিলম্বে কার্যকর হয়েছে। আবেদনকারীরা এখন ফরম জি-১৬৫০, অথরাইজেশন ফর এসি এইচ ট্রানজেকশনস, পূরণ ও স্বাক্ষর করে তাদের আবেদন, পিটিশন বা অনুরোধের সঙ্গে জমা দিতে পারবেন। এ নতুন পেমেন্ট ব্যবস্থা আমেরিকার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধুনিক ও দ্রুত অর্থ লেনদেন নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টের নির্বাহী আদেশ ১৪২৪৭ অনুযায়ী গৃহীত হয়েছে। এর উদ্দেশ্য হলো চেক এবং মানি অর্ডার প্রক্রিয়াজাত করার সময় এবং শ্রম কমানো, পাশাপাশি প্রতারণা, অর্থ হারানো এবং চুরির ঝুঁকি কমানো।

ইউএসসিআইএসের মুখপাত্র ম্যাথু জে ট্রাগেসার বলেছেন, আমাদের দায়িত্ব হলো আমেরিকান জনগণের জন্য নিরাপদ ও কার্যকর সেবা প্রদান করা। আমাদের প্রায় ৯০ শতাংশ পেমেন্ট এখনো চেক এবং মানি অর্ডারের মাধ্যমে হচ্ছে, যা প্রক্রিয়াজাতে বিলম্ব সৃষ্টি করে এবং প্রতারণার ঝুঁকি বাড়ায়। আমেরিকা এর চেয়ে ভালো সেবা পাওয়ার যোগ্য এবং আমরা তা নিশ্চিত করব। নতুন এসি এইচ ডেবিট পেমেন্ট সুবিধা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধের বিকল্প হিসেবে চালু হয়েছে, যেখানে ফরম জি-১৪৫০ ব্যবহৃত হয়। আবেদনকারীরা এখন বিভিন্ন পেমেন্ট বিকল্প থেকে পছন্দ করতে পারবেন। ইউএসসিআইএস ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত কাগজভিত্তিক চেক ও মানি অর্ডার গ্রহণ চালিয়ে যাবে। এরপর থেকে শুধু এসি এইচ ডেবিট (ফরম জি-১৬৫০) অথবা ক্রেডিট কার্ড (ফরম জি-১৪৫০)-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হবে। নতুন পলিসি ম্যানুয়ালেও এসি এইচ ডেবিট পেমেন্ট ফরম জি-১৬৫০ গ্রহণযোগ্য পেমেন্ট পদ্ধতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

আবেদনকারী ও পিটিশনারদের অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা থাকা নিশ্চিত করতে হবে, না হলে লেনদেন বাতিল হতে পারে এবং আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে ফরম জি-১৬৫০ ব্যবহার করা যাবে না; এই ক্ষেত্রে ফরম জি-১৪৫০ পূরণ করে প্রিপেইড ক্রেডিট কার্ড ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

শেয়ার করুন