০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১০:২০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রীয় যুবদলে সাইদ ও ইলিয়াস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রীয় যুবদলে সাইদ ও ইলিয়াস সাইদ আহমেদ ও ইলিয়াস খানকে ফুলেল অভিন্দন


যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতা যথাক্রমে আবু সাইদ আহমদ ও ইলিয়াস খান বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদনে সম্প্রতি সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের কমিটি অনুমোদন করেছেন। যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক  আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এবং ইলিয়াস খান সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন। 

গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) কেন্দ্রীয় যুবদল কমিটি ঘোষণার পর যুক্তরাষ্ট্রের দুই নেতা আবু সাইদ আহমদ ও ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় ঐদিন রাতেই যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা মিষ্টি মুখের পাশাপাশি আনন্দ সমাবেশ করেছেন।

জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত আনন্দ সমাবেশে যুবদলের নেতা-কর্মীছাড়াও বিএনপি’র নেতৃবৃন্দও অংশ নেন। এসময় দলীয় নেতা-কর্মীরা আবু সাইদ আহমদ ও ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানান। 

আনন্দ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, বিএনপি নেতা এবাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ভিপি জহিরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী , যুক্তরাষ্ট্র  যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান,  যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাইফুর খান হারুন, বাদল মির্জা, মোঃ আলী মিলন,  নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব  ফয়েজ আহমদ  চৌধুরী, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসাইন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ রিপন মিয়া, সদস্য  সুলতান আহমেদ ভুঁইয়া , নিউইয়র্ক স্টেট যুবদল নেতা সিদ্দিক পাটওয়ারী, বুরহান উদ্দিন, সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ মাইনুদ্দিন, অহিদুজ্জামান নিলু, হামিদুল্লাহ হামিদ রকি, মোঃ মজিদ, কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, ছাত্রনেতা হাফেজ শাহবাজ আহমেদ, জহির খান, সায়েম আহমেদ, মোঃ মনিরুল ইসলাম মনির নিউইয়র্ক স্বেচ্ছাসেবক দলের মোঃ খোরশেদ আলম, নুর হোসেইন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন