০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৩০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


গুলিস্তান এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত
বাংলাদেশে আবারও বিস্ফোরন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৩
বাংলাদেশে আবারও বিস্ফোরন


বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলিস্তান এলাকার কাছে সিদ্দিক বাজারে একটি বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাড়িয়েছে। একই সঙ্গে বহু আহত হয়েছের। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঢাকার নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিবিসি ও স্থানীয় সংবাদ মাধ্যম ওই খবর দিয়েছে।  

বিবিসি তার অনলাইন খবরে জানায় ওই এলাকার বাদশা ট্রেডিং সেন্টার নামের একটি ভবনে বিস্ফোরণের পর ধংসস্তুপ আশেপাশের এলাকায় আঘাত করে। বিস্ফোরণে সড়কের ওপরে থাকা একটি বাসে একপাশে আঘাত করলে জানালার সব কাঁচ ভেঙ্গে গেছে এবং যাত্রীদের অনেকে আহত হয়েছে। এছাড়া ভবনটির সামনে থাকা বেশ কয়েকটি ভ্যান ও রিকশাচালক, পথচারী আহত হয়েছে।

জানা গেছে এই ভবন ও আশেপাশের এলাকায় বেশিরভাগই স্যানিটারি দোকান । বিস্ফোরণের সময় রাস্তার থাকা একটি যাত্রীবাহি বাসের একাংশের কাঁচের জানালা উড়ে গেছে। এছাড়া রাস্তার পাশে বেশ কিছু ভ্যান অপেক্ষা করছিল। বিস্ফোরণের ফলে অনেক ভ্যান চালকও আহত হয়েছে জানাচ্ছেন শাহনেওয়াজ রকি।

আহতদের একটি ছোট ট্রাকে করে হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। 

এই বিস্ফোরণের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে একটি টাইলস ও স্যানিটারি দোকান ছিল। এছাড়া আশেপাশে আরো বেশ কিছু টাইলস ও স্যানেটারি দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে একজনের মৃত দেহ আর বহু আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে। 

কিন্তু কেন কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিবিসি আরো জানায়, গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় এরকম একটি বিস্ফোরণে তিনজন নিহত আর অন্তত ১৪ জন আহত হয়েছিল। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছিল। 


শেয়ার করুন