১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


গুলিস্তান এলাকায় এক বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত
বাংলাদেশে আবারও বিস্ফোরন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৩
বাংলাদেশে আবারও বিস্ফোরন


বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলিস্তান এলাকার কাছে সিদ্দিক বাজারে একটি বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাড়িয়েছে। একই সঙ্গে বহু আহত হয়েছের। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঢাকার নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিবিসি ও স্থানীয় সংবাদ মাধ্যম ওই খবর দিয়েছে।  

বিবিসি তার অনলাইন খবরে জানায় ওই এলাকার বাদশা ট্রেডিং সেন্টার নামের একটি ভবনে বিস্ফোরণের পর ধংসস্তুপ আশেপাশের এলাকায় আঘাত করে। বিস্ফোরণে সড়কের ওপরে থাকা একটি বাসে একপাশে আঘাত করলে জানালার সব কাঁচ ভেঙ্গে গেছে এবং যাত্রীদের অনেকে আহত হয়েছে। এছাড়া ভবনটির সামনে থাকা বেশ কয়েকটি ভ্যান ও রিকশাচালক, পথচারী আহত হয়েছে।

জানা গেছে এই ভবন ও আশেপাশের এলাকায় বেশিরভাগই স্যানিটারি দোকান । বিস্ফোরণের সময় রাস্তার থাকা একটি যাত্রীবাহি বাসের একাংশের কাঁচের জানালা উড়ে গেছে। এছাড়া রাস্তার পাশে বেশ কিছু ভ্যান অপেক্ষা করছিল। বিস্ফোরণের ফলে অনেক ভ্যান চালকও আহত হয়েছে জানাচ্ছেন শাহনেওয়াজ রকি।

আহতদের একটি ছোট ট্রাকে করে হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। 

এই বিস্ফোরণের পর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে একটি টাইলস ও স্যানিটারি দোকান ছিল। এছাড়া আশেপাশে আরো বেশ কিছু টাইলস ও স্যানেটারি দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম সেখানে গিয়ে একজনের মৃত দেহ আর বহু আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে। 

কিন্তু কেন কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিবিসি আরো জানায়, গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় এরকম একটি বিস্ফোরণে তিনজন নিহত আর অন্তত ১৪ জন আহত হয়েছিল। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছিল। 


শেয়ার করুন