২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:২০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


জ্যামাইকায় খলিল পার্টি সেন্টারের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
জ্যামাইকায় খলিল পার্টি সেন্টারের উদ্বোধন খলিল পার্টি হলের উদ্বোধনীতে দোয়া


জ্যামাইকার হিল সাইড অ্যাভিনিউয়ে খলিল বিরিয়ানি হাউজের ওপরে ‘খলিল পার্টি সেন্টার’-এর উদ্বোধন হয়েছে। গত ১৯ মার্চ রোববার বাদ মাগরিব স্থানীয় মসজিদের বেশ কয়েক জন ইমাম এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।

আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ব্যবসায়ী ইমরান হোসেন, হাবিবুর রহমান, প্রফেসর মাওলানা সাইদুর রহমান ও ইমাম জাফর আলীসহ অন্যন্যরা।

দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শহীদুল্লাহ।

অনুষ্ঠানে আগত সবাইকে খলিল বিরিয়ানির সুস্বাদু বিরিয়ানি এবং জিলেপি দিয়ে আপ্যায়িত করা হয়।

উল্লেখ্য, অত্যন্ত সুসজ্জিত এবং ঝকঝকে এই পার্টি হলে প্রায় ৮০ জনের বসার ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ইতিমধ্যে নতুন পার্টি সেন্টারে ইফতার পার্টির বুকিং নেওয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সুলভ মূল্যে ইফতার পার্টির বুকিং নেওয়া হচ্ছে। ইতিমধ্যে রোজার প্রথম কয়েক দিনের বুকিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। পার্টির অর্ডার অনুযায়ী, দেশীয় ও চাইনিজ খাবারের ভিন্নস্বাদের ইফতার পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। বুকিংয়ের জন্য যোগাযোগ:

১ (৯২৯) ৬২৪-৮৩৯৮ (খলিলুর রহমান)।

শেয়ার করুন