৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০২:১০ অপরাহ্ন


ড. খন্দকার মোশাররফের রোগ মুক্তি কামনায় দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
ড. খন্দকার মোশাররফের রোগ মুক্তি কামনায় দোয়া বক্তব্য রাখছেন এডভোকেট জামাল আহমেদ জনি


বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে গত ১৯ জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বৃহত্তর কুমিল্লার আপামর জনসাধারণের প্রিয়নেতা ডঃ খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মজুমদার, সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপি আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ মোঃ আতিকুর রহমান।  

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সাবেক যুগ্ম সম্পাদক ভিপি জহিরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ফারুক চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সদস্য ভিপি জসিম উদ্দিন, কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি জামাল হক, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাত্তার, কুমিল্লা সমিতির সভাপতি বদরুল হক আজাদ, সাধারণ সম্পাদক আল আমিন, শাপলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন মিয়াজী, সাইফুল ইসলাম লিটন, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সদস্য সচিব সাইদুজ্জামান রিংকু, সাইফুল ইসলামসহ আরো অনেকে।

শেয়ার করুন