০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্ভাবনার সুযোগ রয়েছে তা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন- প্রণয় ভার্মা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৪
প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্ভাবনার সুযোগ রয়েছে তা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন- প্রণয় ভার্মা


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যে অনন্য সম্ভাবনার সুযোগ রয়েছে তা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন। সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ককে একে অপরের স্বার্থ, উদ্বেগ ও আকাঙ্ক্ষা পারস্পরিক সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে।’

হাইকমিশনার উল্লেখ করেন যে দুই দেশের মধ্যে একে অপরের অগ্রগতি এবং সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে।

তিনি বলেন, দুই দেশের ক্রমবর্ধমান সক্ষমতা, সমৃদ্ধি ও বিকাশের উচ্চাকাঙ্ক্ষায় এগিয়ে যেতে একে অপরকে সহযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু রয়েছে, এই সম্পর্ককে আমরা এভাবেই দেখি। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে ভার্মা একটি ‘গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশের জন্য ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক’ অংশীদারিত্ব গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি দূরদর্শী,পারস্পরিক সুবিধাজনক পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘এটি পারস্পরিক সুবিধার সম্পর্ক হতে হবে। আমরা আরও বিশ্বাস করি যে জনগণই এই সম্পর্কের মূল অংশীদার। আমাদের সহযোগিতা উভয় দেশের সাধারণ মানুষকে দৃঢ়ভাবে উপকৃত করে।’

ভারতীয় হাইকমিশনার ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার গুরুত্বের ওপর জোর দেন এবং সম্পর্কের মৌলিক বিষয়ে তার দৃঢ় আস্থার  পুনরাবৃত্তি করেন। তিনি প্রশংসা করে বলেন, ‘দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্ককে এগিয়ে নিতে যা যা করা দরকার আমরা তা করছি।’

শেয়ার করুন