১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৮:৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের জয়ে উচ্ছ্বাস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের জয়ে উচ্ছ্বাস শাহানা হানিফ


নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর ডিস্ট্রিক্টে পুনঃনির্বাচনে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) ২৯,৯৭৯ ভোটের মধ্যে ৬৯.৮% পেয়ে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রগতিশীল রাজনীতিক শাহানা হানিফ। জয়ের পর এক বিবৃতিতে তিনি এই ফলাফলকে মানুষের শক্তির জয় এবং কর্পোরেট শক্তির পরাজয় হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এটি আমাদের প্রগতিশীল আন্দোলনের অগ্রগতির প্রতিফলন। শাহানা হানিফ আরও বলেন, এই জয় এমন এক ব্রুকলিন গঠনের পথে আরেক ধাপ এগিয়ে, যেখানে সব সম্প্রদায় জাতি, ধর্ম, ভাষা ও শ্রেণি নির্বিশেষে একত্রে কাজ করে। বিভাজনের রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি। শাহানা হানিফ বাংলাদেশী আমেরিকান এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। গত নির্বাচনে তিনি প্রথম মুসলিম কাউন্সিলম্যান হিসাবে জয়ী হয়ে ইতিহাস রচনা করেছিলেন। এবার তিনি পুনরায় নির্বাচিত হয়ে বাংলাদেশী আমেরিকানদের গর্বিত করেছেন।

তিনি প্রত্যেক ভোটার, স্বেচ্ছাসেবক ও ৩৯ নম্বর ডিস্ট্রিক্টের বাসিন্দাদের প্রতি, যাঁরা তাঁকে পুনরায় নির্বাচিত করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে এলাকাগুলো আমাকে বড় করেছে, সেই এলাকাগুলোর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় গৌরব।

তার বিপক্ষ প্রার্থী মায়া কর্নবার্গকেও তিনি অভিনন্দন জানিয়ে বলেন, তিনি একজন উদ্যমী প্রার্থী ছিলেন, এবং আমি আশাবাদী আগামী দিনে তাঁর ও তাঁর সমর্থকদের সঙ্গে সহযোগিতা করেই কাজ করতে পারব।

তবে হানিফ বলেন, আমরা যেটুকু অর্জন করেছি, তাতে গর্বিত, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। তিনি জানান, পরবর্তী চার বছরে তাঁর অগ্রাধিকার থাকবে ভাড়ার সমস্যা মোকাবিলা করা, সার্বজনীন সরকারি শিশু সেবা (চাইল্ড কেয়ার) চালু করা এবং ব্রুকলিনকে সবার জন্য বাসযোগ্য রাখা। শাহানা হানিফ নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও হিজাব পরা মহিলা কাউন্সিল মেম্বার হিসেবে ইতিহাস গড়েছিলেন ২০২১ সালে। তাঁর এই পুনর্নির্বাচন তাঁর জনপ্রিয়তা ও জনসম্পৃক্ত রাজনীতির প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের মেয়ে। বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনেই তার বেড়ে ওঠা।

শেয়ার করুন