২১ মে ২০১২, মঙ্গলবার, ৬:৩৬:৩৯ অপরাহ্ন


২০২৫ এ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২৩
২০২৫ এ  ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র


২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক স্বত্ব লাভ করেছে যুক্তরাষ্ট্র। এটাই হবে এ যাবৎকালের সর্বাদিক ক্লাবের অংশ নেয়া এ টুর্নামেন্ট। ফিফা জানিয়েছে আসরে সর্বোচ্চ ৩২টি ক্লাব অংশ নেবে।  ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ চালু করে ২০০০ সালে। তবে তাতে সেভাবে জনপ্রিয়তা অর্জনে আশানুরুপ না হওয়ায় এর ফরম্যাট পরিবর্তনের চিন্তা হয়। গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে।


বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। সিদ্ধান্ত নেয়া হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে। 


এ মানদন্ডে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট কাটা হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, মন্ডেরি (মেক্সিকো), লিওন (মেক্সিকো), আল আহলি (মিসর), ওয়াইদাদ কাসাবলাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল হিলালের (সৌদি আরব)। বাকি দলগুলো ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র‌্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে চূড়ান্ত হবে।


উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। 


শেয়ার করুন