০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


দুই দিনের মধ্যে সব আলেম-ওলামা, রাজনৈতিক কর্মীসহ, খালেদা জিয়াকে জামিনে মুক্তির দাবী
হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষনা ডা: জাফরুল্লাহ চৌধুরীর
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২২
হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষনা ডা: জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী/ফাইল ছবি


হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষনা দিয়েছেন গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। আলেম-ওলামা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি না দিলে ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও কর্মসুচির ঘোষনা দিয়েছেন তিনি। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘হয়রানিমূলক মামলায় রাজবন্দী ও ধর্মীয় নেতাদের দীর্ঘ কারাবাস: নাগরিক সমাজের উদ্বেগ' শীর্ষক এ আলোচনার আয়োজন করে গণমতামত কেন্দ্র। 

ওই আলোচনা সভায় গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেণ, ‘আজকে আমাদের একটা মাত্র দাবি, দুই দিনের মধ্যে সব আলেম, রাজনৈতিক কর্মীসহ, খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। অন্যথায় আপনারা তৈরি হন, ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করব। ওঁদের জামিন ছাড়া এবার হাইকোর্টে কোনো জামাত হবে না।’ কারাবন্দী হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘মামুনুল হকের আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে। তাঁর পরিবারকে গত ১৫ মাসে একবার দেখা করতে দেওয়া হয়েছে। মামুনুল হকসহ অন্য আলেমদের তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া জালেমের কাজ।’ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হাজি সেলিমকে প্যারালে মুক্তি দিতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ দেখতে দিতে পারেন না। তাহলে আপনাদের বিচার কোথায়?’

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম অভিযোগ করে বলেন, বাংলাদেশের সংবিধানকে ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডের পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। গত ৫০ বছরে এ সংবিধানে এত বেশি কাটাছেঁড়া হয়েছে যে মানুষের মনের চাহিদা, আইনের চাহিদা পূরণ করতে পারছে না। এ সময় অন্যান্যদের মধ্যে  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি চাই। এই মুক্তির জন্য লড়াইকে যত দূর নেওয়া উচিত, আমি তত দূর পর্যন্ত যেতেও রাজি আছি।’

মান্না বলেন, ‘দিনের ভোট আগের রাতে ডাকাতি করছেন। এটা কি ইসলামের পক্ষের কাজ? এর চেয়ে ইসলামবিরোধী কাজ কী হতে পারে। যিনি এই ইসলামবিরোধী কাজ করছেন, তাঁকে আবার আপনারা অনুরোধ করবেন।’ ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেন, ‘আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি না থাকার কারণে তারা রিল্যাক্সে পার পেয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আগামী দিনে যখন ডাক আসবে, পরিস্থিতি তৈরি হবে, আমরা জনগণকে সম্পৃক্ত করে রাজপথে থাকব।’ 


শেয়ার করুন