০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মোহাম্মদ সেলিম ভূইয়ার জন্য দোয়া প্রার্থনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
মোহাম্মদ সেলিম ভূইয়ার জন্য দোয়া প্রার্থনা মোহাম্মদ সেলিম ভূইয়া


যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের সন্তান মোহাম্মদ সেলিম ভূইয়া নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গেছে, ঈদের আগের দিন (২৭ জুন) হঠাৎ করে মাথায় প্রচ- ব্যথা নিয়ে এস্টোরিয়ার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মাথায় রক্তক্ষরণ ধরা পড়ে। ঐ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে স্থানান্তরিত করার পরই মাথায় অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, সফল অস্ত্রোপচারের পর এখন তার অবস্থা উন্নতির দিকে। কয়েক দিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।

উল্লেখ্য, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, সেলিম ভূইয়া দাউদকান্দির বিশিষ্ট সমাজসেবক ও পরিচিত ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ হাকিম ভূইয়ার সন্তান। পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সকলের কাছে সেলিম ভূইয়ার সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

শেয়ার করুন