২০ মে ২০১২, সোমবার, ০৬:৪০:১৯ পূর্বাহ্ন


আফগানিস্তান পরাস্ত ৬ উইকেটে
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের সুচনা বিশ্বকাপে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৩
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের সুচনা বিশ্বকাপে


বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের। প্রত্যাশিত জয় দিয়ে ওই সুচনা করেছে তারা আফগানিস্তানের বিপক্ষে। হিমাচল প্রদেশের ধর্মশালায় খেলা বলেই কিছুটা টেনশন ছিল আফগানদের নিয়ে। কিন্তু বাংলাদেশ দলের উদ্ভাসিত পারফরমেন্সের সামনে অসহায় আত্বসমার্পন আফগানিস্তানের। এ ম্যাচে ৯২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল।


প্রথম ব্যাটিং করে আফগানিস্তান বাংলাদেশের বোলারদের মোকাবেলায় ব্যর্থ। এতটা অসহায়ত্ব দলটির ব্যাটিং লাইনের যা রীতিমত বিস্মিত করেছে। ১৫৬ রানেই অলআউট তারা, ৩২. ২ ওভারে। সর্বোচ্চ রান রহমতুল্লাহ গুরবাজের। ৪৭ করেছেণ তিনি। সাকিব ও মিরাজ নেন তিনটি করে উইকেট। শরীফুল নিয়েছেন দুটি।


এরপর সহজ লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৪ উইকেট খরচায় পৌছায় লক্ষ্যে। শান্ত ৫৯ রানে অপরাজিত ও মিরাজ করেন ৫৭ রান।

শেয়ার করুন