ঢাকাস্থ মার্কিন দুতাবাসে কর্মরত রাষ্ট্রদূত পিটার হাসকে আবারও প্রকাশ্যে হুমকি দিয়েছেন এক আওয়ামী লীগের নেতা। এ নিয়ে তৃতীয়বার ঘটলো এমনটা। উপর্যপুরি এমন হুমকির ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ঢাকাস্থ মার্কিন দুতাবাস। মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের মুখপাত্র বলেছেন, আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা কিংবা সহিংসতার হুমকি পুরোপুরি অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক।
আমরা রাষ্ট্রদূত হাস’কে হুমকি দেয়া প্রসঙ্গে আমাদের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের। মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের একটি বক্তব্য নজরে আসলে মার্কিন দূতাবাস এসব মন্তব্য করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফরিদুল আলম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
এর আগে ক্ষমতাসীন দলের আরও অন্তত দু’জন নেতা পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য রেখেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।