৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৫৩:২৯ অপরাহ্ন


৭ জুন ফাইট
আবুল হোসেনের ৩৫ বছর প্রবাস জীবনের সমাপ্তি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
আবুল হোসেনের ৩৫ বছর প্রবাস জীবনের সমাপ্তি আবুল হোসেনকে ক্রেস্ট প্রদান


 তোমার চেয়ে তোমার কীর্তি মহীয়ান। তোমার কাজের ধ্বজাকে আমরা যেন ধরে রাখতে পারি। আমরা আপনার দীর্ঘ প্রবাস জীবনের ইতিকে বেদনা ভরা মনে করি না। দেশে ফিরে যাওয়াকে প্রবাস থেকে সমাজের কাজ, দেশের কাজ করেছেন। এখন নিজ দেশ ও সমাজের জন্য প্রত্যভাবে নিজেকে নিয়োজিত করার সুযোগ পাবেন। এটাই আপনার জন্য অত্যন্ত সৌভাগ্য। বিশিষ্ট সমাজকর্মী, সমাজহিতৈষী, শিানুরাগী, অসহায়দের অভিভাবক পরোপকারী, বিয়ানীবাজার সমিতির সাবেক নির্বাচন কমিশনের সাবেক সদস্য, সাবেক উপদেষ্টা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক অডিট কমিটির সদস্য আবুল হোসেন দীর্ঘ ৩৫ বছর প্রবাস জীবনের ইতি টেনে দেশের মাটিতে চিরস্থায়ী অবস্থান করবেন। 

এ উপলে গত ২৭ মে ওজন পার্কের অ্যাভিনিউ হলে প্রবাসী বিয়ানীবাজারবাসীর উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম মর্তুজা। তাকে সহযোগিতা করেন রেজাউল আলম অপু। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বদরুল হোসেন খান আজিমুর রহমান বুরহান, মোস্তফা কামাল, মাসুদুল হক ছানু, মকবুল রহিম চুনই, বর্তমান সভাপতি আব্দুল মান্নান, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল। আবেগ ঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক আবুল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, আপনার প্রস্থানে আমরা বিচলিত নই। মনের মন্দিরে লিখেছি আপনার নাম।

বদরুল হোসেন খান বলেন, আবুল হোসেন একজন সম্মানিত ব্যক্তি। একজন সফল মানুষ। তিনি প্রবাসে যেমন সম্মানিত, দেশেও সম্মানিত। তিনি বব সময় দেশ ও সমাজের জন্য কাজ করেছেন।

আজিমুর রহমান বুরহান দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, দেশে ফিরে গিয়ে সম্পৃক্ত করলে সমাজ ও জাতি উপকৃত হবে।

মোস্তফা কামাল বলেন, আমরা যেন আবুল হোসেনের পদাঙ্ক অনুসরণ করি। তিনি ছিলেন পরোপকারী, সদালাপী, অসহায়দের পাশে।

মাসুদুল হক ছানু আবুল হোসেনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আবুল হোসেন বলেন, প্রবাসী বিয়ানীবাজারবাসীকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আপনাদের এই ভালোবাসা আমি সারাজীবন ধরে রাখবো। আজকে দিনটি কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তিনি বলেন, চলার পথে অনেক ভুলভ্রান্তি করেছি, অনেকে হয়তো মনে কষ্ট পেয়েছেন। সেজন্য সকলের কাছে তিনি মাপ্রার্থী। তিনি সবাই সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায় সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি মিছবাহ আহমদ, এনওয়াই পিডি সার্জেন্ট বেলাল উদ্দীন, ছেলে আশফাক হোসেন, ভাই আফজাল হোসেন, ভাতিজা আল আমিন, কাউসার মারুফ, গ্লোবাল এয়ার ট্রাভেলসের মোহাম্মদ আলীম, শাইকুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন, হেলাল উদ্দিন, আব্দুন নূর (কসবা), সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, শাহীন আজমল, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ-সভাপতি গৌছ উদ্দীন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই।

বিদায় সংবর্ধনার শুরুতে সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বুরহান, মোস্তফা কামাল, মাসুদুল হক ছানু, আব্দুল মান্নান আবুল হোসেনকে ও যুব সমাজের পে নুর মিয়া আবুল হোসেনকে পুষ্প স্তবক প্রদান করেন। উল্লেখ্য, আবুল হোসেন আগামী ৭ জুন দেশের উদ্দেশে রওয়ানা হবেন।

শেয়ার করুন