০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৪
‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নের আহ্বান গ্রেটার নোয়াখালী সোসাইটির ইফতারে অংশগ্রহণকারীরা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ শনিবার ব্রুকলিনের নোয়াখালী সোসাইটির প্রথম ভবনে বিপুল সংখ্যক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়। 

সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। শুছেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সদস্য খোকন মোশাররফ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র কার্যকরি ও ইফতার কমিটির কর্মকর্তারা।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রব মিয়া নোয়াখালী সোসাইটি ইউএসএর উদ্যোগে বাংলাদেশিদের জন্য বৃহত্তম কবরস্থান ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই ইফতারে কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী অংশ নেন। নোয়াখালী ভবন হলটি ছিল কানায় কানায় ভর্তি। ভেতরে সংকুলান না হওয়ায় ভবনের সামনের আঙ্গিনায় অনেকে ইফতার করতে দেখা গেছে।

সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক ইউছুপ জসীম ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন