বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি জানিয়েছেন, নির্বাচনের কাজ দ্রুত গ্রতিতে এগিয়ে চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। বলা যায়, কেন্দ্র প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রুহুল-জাহিদ এবং সেলিম-আলী প্যানেল বিরামহীনভাবে তাদের সভা সমাবেশের কাজ চালিয়ে যাচ্ছেন। এই সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকাতে।
সেলিম-আলী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী আতাউর রহমান সেলিম এবং মোহাম্মদ আলী জানিয়েছেন, তাদের প্যানেল গত সপ্তাহে তারা বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কস, জ্যামাইকা, ব্রুকলীন, ওজনপার্ক, ফুলটন ও কুইন্সের বিভিন্ন স্থানে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, সবগুলো সমাবেশে বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
এ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডিউক খান, কালচারাল সম্পাদক প্রার্থী মোস্তফা অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ (নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক প্রার্থী আকতার বাবুল, ক্রীড়া সম্পাদক আশরাব আলী খান, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী হাসান জিলানী। কার্যকরি সদস্য এ সিদ্দিক পাটোয়ারি, হারুণ চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
রুহুল-জাহিদ প্যানেল
এদিকে রুহুল-জাহিদ প্যানেলের নির্বাচনী সভাও জ্যামাইকা, ব্রঙ্কস, ওজনপার্ক, ফুলটন এবং কুইন্সের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে রুহুল-জাহিদ পরিষদ ওজনপার্কের মামোছ রেস্টুরেন্টে ২৩ সেপ্টেম্বর এক প্যানেল পরিচিতি সভার আয়োজন করে। জামাল আহমদ ও আব্দুল হান্নান দুখুর পরিচালনায় পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মহিউদ্দিন। সভার প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত পাঠ করেন মৌলানা রফিক আহমদ। দোয়া পরিচালনা করেন মৌলানা সাইফুল আলম সিদ্দিকী। মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া, নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকি, সেক্রেটারী প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ মিন্টু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দীন কপিল, বৃহত্তর নোয়াখালি সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, কোস্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন কমিশনার এএসএম মাইনুদ্দীন পিন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তপন জামান, জে মোল্লা সানি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবেদীন, জয়নাল আবেদীন, কম্যুনিটি এক্টিভিস্ট কবির চৌধুরী, মোহাম্মদ সালিমুল্লা, মুক্তিযুদ্ধো আলহাজ্ব বাবর উদ্দিন, রুহুল- জাহিদ প্যানেলের পরিচয় পর্ব পরিচালনা করেন গৌছ উদ্দিন খান।
পরিচয় পর্ব শেষে বক্তারা বলেন, এই প্যানেল যোগ্য প্রার্থীদের নিয়ে গঠিত, সুতরাং এই প্যানেলের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে। তারা আরো বলেন, আমরা চারিদিকে যা দেখছি এই প্যানেলের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। তারা বলেন, আমাদের প্রধান কাজ হবে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা।
সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন থেকে আমি বাংলাদেশ সোসাইটির সাথে সম্পৃক্ত। আমার কাজে অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আমাদের প্যানেলে বিজয়ী হলে কমিউনিটি ভবন নির্মাণ, অনলাইন সদস্য পদ নিবন্ধন, দেশ থেকে নতুন যারা আসবে তাদের চাকরিপ্রাপ্তিতে পরামর্শ ও সাহায্য সহযোগিতাসহ কমিউনিটির কল্যাণে কর্ম পরিকল্পনা রয়েছে।
সেক্রেটারি প্রার্থী জাহিদ মিন্টু বক্তেব্যর শুরুতে সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদকে স্মরণ করেন ও অসুস্থ সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সুস্থ্যতা কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই প্যানেলের মধ্যে যাচাই করে যোগ্য প্রার্থীদের ভোট প্রদানের আহ্বান জানান। বক্তব্যে তিনি সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মাণ করার কথা বলেন। পরিচিতি সভার প্রধান বক্তা সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া জাহিদ মিন্টু প্যনেলের মনোনীত প্রার্থীদের কথা উল্লেখ করে বলেন, প্যানেলে অভিজ্ঞতা পেশাদার সাংগঠনিক দক্ষতা সব কিছু বিবেচনা করে প্রার্থী মনোনীত করা হয়েছে। সংগঠনে নারীদের ব্যাপক অংশগ্রহণের কথা মাথায় রেখে প্যানেলের ৪০ ভাগ মহিলা প্রার্থী মনোনীত করা হয়। শুধু তাই নয় সকল ধর্মের প্রতি সম্মান রেখে সাংস্কৃতিক সম্পাদক পদে মহিল প্রার্থী মনোনীত করা হয়েছে। তিনি বলেন, রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল ও প্রতিভার অধিকারী। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে রুহুল-জাহিদ প্যানেলকে জয়যুক্ত করার আহ্বান জানান। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সম্পন্ন করেন।
অনুষ্ঠানে এই প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস সাদী (সাদী মিন্টু), সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম।