৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১১:৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


ফ্লোরিডায় এসএসসি ৯১ ব্যাচের বনভোজন
ফ্লোরিডা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৬
ফ্লোরিডায় এসএসসি ৯১ ব্যাচের বনভোজন বনভোজনে অংশগ্রহণকারীরা


 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে গত রোববার ‘এসএসসি-৯১ ব্যাচ’-এর বার্ষিক বনভোজন ওয়েস্ট পাম বিচের ডায়ার পার্কে অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মধ্য দিয়ে পুরোনো বন্ধু ও তাদের পরিবার-পরিজন একত্রিত হয়েছিল, যা স্মৃতিচারণ এবং নতুন গল্প ভাগাভাগি করার এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বনভোজনের বিভিন্ন আয়োজনে আবৃত্তি পরিবেশন করে রণিত ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন সংগীতশিল্পী সোহাগ উদ্দিন। সকালের নাশতায় ও মধ্যাহ্নভোজে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়।

বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিল, লীনা, শিউলি, ফাহিমা, আসাদ, অসীম, আলম, সোহাগ, নূর, রিপন, জাকির, রকিব, রাসেল প্রমুখ ।

আয়োজকরা জানান, বনভোজন আয়োজনের উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুদের পুনরায় একত্রিত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, স্মৃতিচারণ করা এবং নতুন জীবনের গল্প ভাগাভাগি করা। বনভোজন শেষে আগামী বছর আবার মিলনের প্রত্যাশায় সবাই একরাশ সুখ স্মৃতি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

শেয়ার করুন