সোনালী এক্সচেঞ্জের লোগো
সোনালী এক্সচেঞ্জ কোং ইনক যুক্তরাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সোনালী এক্সচেঞ্জ প্রায় দীর্ঘ ৩২ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট এ বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে রেমিট্যান্স সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জ নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, জর্জিয়া, মেরিল্যান্ড, ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং কানেকটিকাট এ রেমিট্যান্স সেবা প্রদানের কাজ পরিচালনা করছে।
বাংলাদেশি রেমিট্যান্স-যোদ্ধা, তথা প্রবাসীদের রেমিট্যান্স সেবা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের স্টেট অব কানেকটিকাট ডিপার্টমেন্ট অব ব্যাংকিং থেকে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক সম্প্রতি মানি ট্রান্সমিটার লাইসেন্সের অনুমোদন লাভ করেছে। এখন থেকে কানেকটিকাটে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসী Sonali Exchange (SECI) Mobile App ও কোম্পানির Website ব্যবহার করে এবং বিভিন্ন স্টেট এ সোনালী এক্সচেঞ্জের ৯টি শাখা-বুথের রেজিস্টার্ড ঠিকানায় বিভিন্ন ধরনের চেক বা অন্যান্য মানিটারি ইনস্ট্রুমেন্ট মেইল করেও বিনা খরচে, দ্রুততম সময়ে ও নিরাপদে বাংলাদেশে প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে পারবেন। Sonali Exchange (SECI) Mobile App ডাউনলোড ও রেজিস্ট্রেশন করতে আপনার হাতে থাকা এনড্রয়েড ফোনের গুগল প্লে-স্টোর থেকে এবং আইফোনের অ্যাপস্টোর থেকে Sonali Exchange লিখে সার্চ দিলেই আপনারা Sonali Exchange-এর লোগো সংবলিত SECI মোবাইল অ্যাপটি দেখতে পাবেন এবং সহজেই আপনার ভ্যালিড স্টেট আইডি-ড্রাইভার আইডির ছবি তুলে নিমেষেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সোনালী এক্সচেঞ্জ কোং ইনক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মহসিন কবীর সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনদের কাছে রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গর্বিত অংশীজন হওয়ার পাশাপাশি দেশের ফরেন কারেন্সি রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে সক্রিয় অংশীদার হওয়ার জন্য সব সম্মানিত রেমিট্যান্স-যোদ্ধা প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি Sonali Exchange (SECI) Mobile App ডাউনলোড ও রেজিস্ট্রেশনসহ রেমিট্যান্স-সংক্রান্ত যে কোনো সেবার জন্য তথ্য পেতে ২১২-৮০৮-০৭৯০ এ নম্বরে সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করার জন্য সবাইকে আহ্বান জানান। সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.sonaliexchange.com