নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র (২০২৬-২০২৭) মেয়াদে ২ বছরের জন্য নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ম সভা ঢাকায় বাপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাপা’র সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিম্মোক্ত দায়িত্ব বন্টন করা হয়। সভায় অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মোঃ আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
উক্ত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন যথাক্রমে- অধ্যাপক ড. নজরুল ইসলাম (বেন), অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামান (বেন), অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান (সিপিডি), খুশি কবির, অধ্যাপক ড. সালেহ আহমেদ তানভীর (বেন), অধ্যাপক ড. এম. শহীদুল ইসলাম, মহিদুল হক খান, অধ্যাপক. ড. মনজুরুল কিবরিয়া, অধ্যাপক আনু মুহাম্মদ, সর্বজনাব জাকির হোসেন, মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা (বেনু), হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ড. মাহবুব হোসেন, আমিনুর রসুল, হুমায়ুন কবির সুমন, এস এম মিজানুর রহমান (বড়াল রক্ষা আন্দোলন), ফরিদুল ইসলাম ফরিদ (তিস্তা রক্ষা আন্দোলন, রংপুর), হিরক সরদার, ড. হালিম দাদ খান, খন্দকার আজিজুল হক মনি (যশোর), জিয়াউর রহমান (বগুড়া), রফিকুল আলম (বরিশাল), জাভেদ জাহান, মোহাম্মদ রকিবুল আহসান রনি (গ্রীন সেভার্স), রুহিন হোসেন প্রিন্স, স্থপতি ইকবাল হাবিব, গাউস পিয়ারী, গরহার নঈম ওয়ারা, জামাত খান, করিম উল্লাহ কলিম, এ্যড. বাবুল হাওলাদার, হাজী শেখ আনছার আলী, শাকিল কবির, মুনছেফা তৃপ্তি, ফাহমিদা নাজনিন, এ্যাড. পারভিন আক্তার, আশরাফ আমিরুল্লাহ, অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, এ্যড. আনোয়ারুল ইসলাম খায়ের, শাকিউল মিল্লাত মোর্শেদ এবং হাফিজুল ইসলাম।