অনুষ্ঠানে উপস্থিতির একাংশ
বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েসন ইউএসএ ইনকের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত রোববার বৈরী আবহাওয়ার মাঝে সব সদস্যের উপস্থিতিতে আগ্রা পার্টি হল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সবার উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। সকলের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক অতি জনপ্রিয় ব্যক্তিত্ব, ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ঢাকা জেলা সমিতির সভাপতি দুলাল বেহেদু, মর্টগেজ ব্রোকার ক্রিস রুদ্র, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, বাংলাদেশ সোসাইটি সাবেক কোষাধ্যক্ষ নিশান রহিম ও পোস্ট মাস্টার মো. হুমায়ুন কবির।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনার পুত্র সামান আলম মোয়াজ। গীতা পাঠ করেন সংগঠনের ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদ্দার। পরিবেশন করা হয় বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্ব শুরু হয়। সভাপতির শুভেচ্ছা বক্তব্য পর বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এন আলম মিনা। তিনি তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংগঠনের নানান দিকনির্দেশনা, বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন।
কার্যকরি কমিটির মধ্যে থেকে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আমানুল ইসলাম। তিনি বিগত বছরের আয়-ব্যয়ের হিসাবনিকাশ প্রদান করেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন। আরো বক্তব্যে রাখেন- সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মতিলাল দাস, সহ-সভাপতি সানিগোপ, সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন সানি, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওয়েলফেয়ার সম্পাদক উত্তম সমদার, নির্বাহী সদস্য এমডি কামাল।
বক্তারা সংগঠনের বিগত দিনের নানা কার্যবলি তুলে ধরেন এবং সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথির মধ্যে প্রধান অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী নতুন বছরে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের মঙ্গল কামনা ও সব ধরনের সাহায্যের কথা ব্যক্ত করেন।
পোস্ট মাস্টার মো. হুমায়ুন কবির পোস্ট অফিসে কর্মরত সব কর্মীকে একটা দিকনির্দেশনাপূর্বক বক্তব্য দেন এবং যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান। তিনি বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়শনের সাফল্য ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উপদেষ্টামণ্ডলীদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত ও নৃত্য অনুষ্ঠিত হয়। নৃত্যে অংশগ্রহণ করেন পৃথিলা সাহা, স্নেহা সাহা ও প্রাণাধিকা গোপ। গানে অংশগ্রহণ করেন প্লামী গোপ ও রাজিব ভট্টাচার্য।
সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন মজুমদার তার সমাপনী বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ও সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।