১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা- তারেক রহমান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৪
এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা- তারেক রহমান


‘অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে মনে হবে না,  কিন্তু এই সরকারের ব্যর্থতা হবে আমাদের সবার ব্যর্থতা, গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় মানুষের ব্যর্থতা।’ - কথা গুলো বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পালিয়ে যাওয়া স্বৈরাচার এবং তার দোসররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকারকে ব্যর্থ করতে পারলে গণতন্ত্রকে ব্যর্থ করা যাবে, বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্র ভালোবাসে, গণতন্ত্র চর্চা করতে চায় তাদের ব্যর্থ করে দেওয়া যাবে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের আকাঙ্ক্ষার প্রতি ভ্রূক্ষেপ করতে চাচ্ছে না। বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে।

অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ এই সরকারের ওপর আস্থা রাখতে চাচ্ছে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণ আস্থা হারাতে চাইছে না। তবে প্রশ্ন হচ্ছে, সরকার কি জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করার সুযোগ পাবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নব-নির্বাচিত সভাপতি ফখরুল আলম প্রমুখ।

শেয়ার করুন