০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আটাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
আটাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ


নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইনকের (আটাব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই সবাইকে স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে আনেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. শামসুদ্দিন বসির ও সদস্যসচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা এমকে রহমান মাহামুদ। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর অভিষেকের মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেবিবিএর প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ার, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো. এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুধী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মোরশেদ বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো। সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন) তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশি উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার শুভ সূচনা। মোহাম্মদ সেলিম (হারুন) জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেন কিনলে কোন প্রকার হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা নেই। তাই সবাইকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। গ্রাহকদের কোনো ধরনের অভিযোগ থাকলে আটাবের কাছে জানানোর অনুরোধ জানাচ্ছি, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল খালেক, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী, এ এস এম মাঈন উদ্দিন পিন্টু, মোহাম্মদ ফরহাদ উদ্দিন, জাকির হোসাইন বাচ্চু প্রমুখ।

শেয়ার করুন