১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৫:১৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


মিসৌরিতে অবৈধ অভিবাসীদের তথ্য দিলে ১০০০ ডলার পুরস্কার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
মিসৌরিতে অবৈধ অভিবাসীদের তথ্য দিলে ১০০০ ডলার পুরস্কার অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য টেক্সাসের রিও গ্র্যান্ডে নদী পার করছে


মিসৌরি স্টেটের নির্বাচিত নতুন আইনপ্রণেতা ডেভিড গ্রেগরি অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নাগরিকদের ১ হাজার ডলার পুরস্কৃত করার একটি নতুন বিল প্রস্তাব করেছেন। রিপাবলিকান সিনেট সদস্য-ইলেক্ট ডেভিড গ্রেগরি কর্তৃক প্রস্তাবিত এই বিলটি মিসৌরির অভিবাসন নীতিতে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। বিলটি পাস হলে, মিসৌরি স্টেটে যদি কোনো ব্যক্তি অবৈধ অভিবাসীকে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে এবং তার পরে ওই ব্যক্তি গ্রেফতার হন, তাহলে তাকে ১ হাজার ডলার পুরস্কৃত করা হবে। এই পুরস্কার প্রদান মিসৌরি স্টেটের পাবলিক সেফটি বিভাগকে একটি নতুন তথ্য ব্যবস্থা তৈরি করতে সহায়তা করবে। এর মাধ্যমে নাগরিকরা অবৈধ অভিবাসীদের সম্পর্কে রিপোর্ট করতে পারবেন।

এই তথ্য ব্যবস্থা টোল-ফ্রি ফোন হটলাইন, ই-মেইল এবং অনলাইন রিপোর্টিং পোর্টাল অন্তর্ভুক্ত করবে। স্টেটের নাগরিকদের জন্য অনলাইন রিপোর্টিং সহজ করে তুলবে অবৈধ অভিবাসী সম্পর্কে তথ্য দেওয়া। প্রস্তাবিত আইনটি মিসৌরির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে সহায়তা করবে। পাশাপাশি স্থানীয় নাগরিকদের আরো সক্রিয়ভাবে এ কাজে অংশগ্রহণের সুযোগ দেবে। বিলটি একটি নতুন প্রোগ্রামও প্রবর্তন করবে, যার নাম ’মিসৌরি অবৈধ বিদেশি সনদপ্রাপ্ত বাউন্টি হান্টার প্রোগ্রাম।’ এই প্রোগ্রামের আওতায় স্থানীয় নাগরিকদের অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে আটক করার অনুমতি দেওয়া হবে। তবে, এই প্রোগ্রামে কেবল লাইসেন্সপ্রাপ্ত বেইল বন্ড এজেন্ট এবং শিওরিটি রিকভারি এজেন্টরাই যোগদান করতে পারবেন।

এছাড়া এই বিলটি মিসৌরিতে অবৈধ অভিবাসীদের উপস্থিতিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করবে। এর ফলে মিসৌরি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ অভিবাসীদের গ্রেফতার করতে আরো বেশি ক্ষমতা পাবে। এই নতুন প্রস্তাবের মাধ্যমে মিসৌরিতে অবৈধ অভিবাসন মোকাবিলা করতে একটি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ডেভিড গ্রেগরি এই প্রস্তাবিত বিলের বিষয়ে বলেন, আমি যখন রাজ্য সিনেটে নির্বাচন করি, তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মিসৌরিকে অবৈধ অভিবাসন মোকাবিলায় জাতীয় নেতা বানাবো। এখন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। এসবি ৭২ আইনটি অবৈধভাবে এখানে থাকা মানুষদের জন্য ফৌজদারি অপরাধের শাস্তি নির্ধারণ করবে এবং এটি মিসৌরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে তাদের গ্রেফতার করতে সহায়ক হবে। আমাদের সবার সাহায্য প্রয়োজন, যাতে আমরা অবৈধ অভিবাসীদের ধরতে পারি, তার আগে তারা কোনো সহিংস অপরাধ না করে।

ডেভিড গ্রেগরি প্রস্তাবিত এই নতুন বিলের মাধ্যমে মিসৌরিতে অবৈধ অভিবাসন মোকাবিলায় একটি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। এর মাধ্যমে, মিসৌরি স্টেটের অভিবাসন নীতি আরো কঠোর হতে চলেছে এবং অভিবাসনসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে কাজ করবে। যদি এই বিলটি পাস হয়, তবে এটি রাজ্যের অভিবাসন নীতির পরিবর্তন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতায়নকে আরো ত্বরান্বিত করবে।

শেয়ার করুন