১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নারী উদ্যোক্তাদের ঈদবাজার
ব্যবসায়িক স্বপ্ন বুনে চলা নারীদের মেলা
আশরাফুল হাবিব মিহির
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৫
ব্যবসায়িক স্বপ্ন বুনে চলা নারীদের মেলা জ্যামাইকায় ঈদবাজার


অনলাইনভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ আয়োজনে গত ১৫, ১৬, ২২ এবং ২৩ মার্চ নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘কুইন্স ঈদবাজার ২০২৫’।

দেশি-বিদেশি পণ্য নিয়ে প্রায় অর্ধশতাধিক প্রবাসী নারী উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ করেন। ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। শেষ মুহূর্তের প্রচণ্ড ভিড় এড়িয়ে কেনাকাটার জন্য অন্যান্য স্টেট থেকেও ক্রেতারা এসেছেন কেনাকাটার জন্য। চারদিনব্যাপী চলা এই মেলা দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পাশাপাশি ইন্ডিয়া ও পাকিস্তানি নারী উদ্যোক্তারা ও এই মেলায় অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে সবচেয়ে জনপ্রিয় দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ গ্রুপ বিগত কয়েক বছর ধরে উত্তর আমেরিকার বাঙালি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। এই গ্রুপের অ্যাডমিন নাদিয়া চৌধুরী, শাম্মী সাইফ ও সিলভী আকন্দ বলেন ‘পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। নারী উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে এবং তাদের পণ্য বাজারজাতকরণে সহায়তা করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

গ্রুপের অ্যাডমিন সিলভী আকন্দ আরো বলেন ‘আমাদের মূল লক্ষ্য, এই গ্রুপটি নারীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের এক সুন্দর ও প্রাণচঞ্চল প্ল্যাটফর্মে পরিণত হোক এবং নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা সহজ ও নির্বিঘ্ন হোক’। অ্যাডমিন শাম্মী সাইফ বলেন ‘নারীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য, যাতে তারা নিজের অগ্রগতির কথা নির্ভয়ে ভাবতে পারে’। অ্যাডমিন নাদিয়া চৌধুরী বলেন ‘আমরা বিশ্বাস করি, সম্মান ও সহনশীলতার মাধ্যমে একে অপরকে অনুপ্রাণিত করলে শক্তিশালী একটি বন্ধন তৈরি হবে’। মেলায় শাড়ি, সেলোয়ার কামিজ ও জুয়েলারি সরঞ্জামসহ আকর্ষণীয় নতুন ডিজাইনের বিভিন্ন পোশাকের স্টল দেওয়া হয়। নারীদের পোশাকের পাশাপাশি ছিল ছেলেদের পাঞ্জাবি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক মেলায় স্থান পেয়েছে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য ছিল বিশেষ ছাড়ের ব্যবস্থা।

মেলায় ঘুরতে আসা ক্রেতারা জানান, এ ধরনের আয়োজন শুধু ঈদের কেনাকাটা নয়, এই প্রবাস জীবনে একে অন্যের সঙ্গে দেখা হওয়ারও সুযোগ করে দেয়।

শেয়ার করুন