১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ১১:০৬:১৭ পূর্বাহ্ন


সিডিপ্যাপ থেকে পিপিএল স্থানান্তরের সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
সিডিপ্যাপ থেকে পিপিএল স্থানান্তরের সময়সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি


নিউইয়র্কের কনজিউমার ডিরেক্টেড পারসোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ)-এ পাবলিক পার্টনারশিপস এলএলসির (পিপিএল) একক ফিসকাল ইন্টারমিডিয়ারি মডেল বাস্তবায়ন নিয়ে দায়ের করা মামলায়, ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ফেডারেল বিচারক ফ্রেডেরিক ব্লক গত ১০ এপ্রিল একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছেন। আদেশ অনুযায়ী, সেবাগ্রহীতারা এখন ১৫ মে, ২০২৫ পর্যন্ত নতুন একক ফিসকাল ইন্টারমিডিয়ারি পাবলিক পার্টনারশিপস এলএলসি (পিপিএল)-এর সঙ্গে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সময় পাবেন। পাশাপাশি যেসব পারসোনাল অ্যাসিস্ট্যান্ট এখনো পিপিএলে রেজিস্ট্রেশন করেননি, তাদের ৬ জুন, ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রেশন স্থানান্তর সম্পন্ন করতে হবে। আদালতের অনুমতিক্রমে এ সময়সীমা আরো বাড়ানো যেতে পারে।

সিডিপ্যাপ একটি মেডিকেইডভিত্তিক হোম কেয়ার প্রোগ্রাম, যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেরাই কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও পরিচালনার অধিকার পান। এতদিন পর্যন্ত প্রায় ৬০০টি আলাদা হোম কেয়ার এজেন্সি এই সেবা পরিচালনা করতো। তবে ২০২৪ সালের এপ্রিল মাসে গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা দেন যে, রাজ্য এখন থেকে শুধু একটিমাত্র হোম কেয়ার এজেন্সি, পিপিএলের মাধ্যমে এই প্রোগ্রাম পরিচালনা করবে। নিউইয়র্ক স্টেট আশা করে, এই পরিবর্তনের ফলে ব্যয় হ্রাস পাবে এবং সেবার মান ও নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে।

তবে রূপান্তর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নানা ধরনের সমস্যা সামনে এসেছে। প্রায় ২ লাখ ৫০ হাজার উপভোক্তার মধ্যে ৪০ হাজার জন এখনো স্থানান্তর সম্পন্ন করতে পারেননি। এছাড়া ৬০ হাজার উপভোক্তা ইতোমধ্যে সিডিপ্যাপ প্রোগ্রাম ত্যাগ করেছেন এবং অন্যান্য ব্যক্তিগত পরিচর্যা সেবায় চলে গেছেন। এসব জটিলতার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী এলিজাবেথ জোইস বলেন, সব সমস্যার সমাধান একসাথে করার চেষ্টা করতে গিয়ে অনেকেই সময়মতো সেবা পাচ্ছেন না, তাই সময় বাড়ানোই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

আদালতের আদেশ অনুযায়ী, সেবাগ্রহণকারী ব্যক্তি চাইলে সাময়িকভাবে আগের হোম কেয়ার এজেন্সির মাধ্যমে তাদের কর্মীদের বেতন দিতে পারবেন, যতক্ষণ না তারা পিপিএলে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হন। এই রূপান্তরের জন্য একটি প্রস্তাবিত চুক্তি তৈরি হয়েছে, যেখানে ভোক্তাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

ক্যাটাগরি এ: যেসব উপভোক্তা ও তাদের কর্মীরা ইতোমধ্যে পুরোপুরি পিপিএলে স্থানান্তরিত হয়েছেন। তাদের পারসোনাল অ্যাসিস্ট্যান্টদের বেতন নিশ্চিত করবে ডিপার্টমেন্ট অব হেলথ এবং সেটা ১ এপ্রিল থেকে বা শেষবার আগের হোম কেয়ার এজেন্সি থেকে বেতন পাওয়ার দিন থেকে গণনা করে প্রদান করা হবে। ক্যাটাগরি বি: যাদের পরিচর্যা পিপিএলে চলে এসেছে, কিন্তু কিছু বা সব কর্মী এখনো পিপিএলে নিযুক্ত হননি। এই পরিস্থিতিতে ভোক্তারা সিদ্ধান্ত নিতে পারবেন, তারা চান কি না কর্মীরা আগের হোম কেয়ার এজেন্সির মাধ্যমে বেতন পাক যতদিন না তারা পিপিএলে পুরোপুরি যোগ দেন। তবে শর্ত হলো, সেই হোম কেয়ার এজেন্সি অবশ্যই বৈধভাবে কার্যকর থাকতে হবে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারবে না। ক্যাটাগরি সি: যারা এখনো পিপিএলে স্থানান্তরিত হননি। তারা তাদের কর্মীকে আগের হোম কেয়ার এজেন্সির মাধ্যমে বেতন দিতে পারবেন যতক্ষণ না স্থানান্তর সম্পূর্ণ হয়।

এই প্রস্তাবিত চুক্তির অধীনে একটি দ্রুত অনবোর্ডিং প্রোগ্রাম চালু করা হবে, যা সহায়তা করবে এমন উপভোক্তাদের, যারা আগের হোম কেয়ার এজেন্সি বেছে নিতে পারছেন না বা যাদের আগের হোম কেয়ার এজেন্সি আর সেবা দিতে পারছে না। ডিপার্টমেন্ট অব হেলথ এবং পিপিএলকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা সক্রিয়ভাবে যোগাযোগ করবে এবং রূপান্তর প্রক্রিয়ায় থাকা সকল ভোক্তা ও কর্মীদের সহায়তা করবে।

গভর্নরের মুখপাত্র স্যাম স্পোকোনি এক বিবৃতিতে বলেন, এই প্রস্তাবিত চুক্তি রাজ্যের সিডিপ্যাপ রূপান্তরকে সম্পূর্ণরূপে এগিয়ে নিয়ে যাবে এবং যারা ইতোমধ্যে পিপিএলে রেজিস্ট্রার করেছেন, তাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। বরং এটি অবশিষ্ট থাকা হাজার হাজার ভোক্তা ও কর্মীদের জন্য একটি সময়সীমার সুযোগ তৈরি করেছে। গভর্নর হোকুলের মুখপাত্র স্যাম বলেন, নিউইয়র্ক রাজ্যের সিডিপ্যাপ সংস্কারের জন্য ১০ মিলিয়ন ডলারের অন্ধকার টাকা প্রচারণা ব্যর্থ হয়েছে। এই প্রস্তাবিত চুক্তি রাজ্যের চলমান সিডিপ্যাপ রূপান্তরের জন্য সমর্থন নিশ্চিত করবে এবং আমাদের সংস্কার পূর্ণাঙ্গভাবে চলতে থাকবে।

সিডিপ্যাপ উপভোক্তা ও কর্মীদের জন্য আগামী ১৫ মে ও ৬ জুন দুটি গুরুত্বপূর্ণ সময়সীমা। যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার যাতে পরিচর্যার সেবা বিঘ্নিত না হয়। তথ্য ও সহায়তার জন্য ভোক্তারা পিপিএল অথবা তাদের আগের হোম কেয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সিডিপ্যাপ রূপান্তর নিয়ে ডিওজের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) জানিয়েছে, তারা নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগের (ডিওএইচ) কনজিউমার ডিরেক্টেড পারসোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ)-এর রূপান্তর প্রক্রিয়া নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করছে।

৮ এপ্রিল ডিপার্টমেন্ট অব জাস্টিস আদালতে একটি স্টেটমেন্ট অব ইন্টারেস্ট জমা দিয়েছে, যেখানে নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগের রূপান্তর প্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগের কথা জানানো হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, রাজ্য স্বাস্থ্য বিভাগ কি স্বাস্থ্য তথ্যের গোপনীয়তা নীতিমালা লঙ্ঘন করেছে এবং রোগীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছে কি না, যাদের নতুন ভেন্ডরের সঙ্গে রেজিস্ট্রেশন ও কর্মীদের পেমেন্টে সমস্যা হচ্ছে কি না।

ডিওজের কনজিউমার প্রোটেকশন ব্রাঞ্চের পরিচালক অ্যামান্ডা লিসকাম আদালতে বলেন, নিউইয়র্ক রাজ্য সিডিপ্যাপ রোগী, তাদের পারসোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জনগণকে আশ্বাস দিয়েছিল যে, এই রূপান্তর হাজার হাজার নিউইয়র্কবাসীর স্বাস্থ্যসেবা এবং জীবিকা বিপন্ন করবে না। তবে আবেদনকারীদের অভিযোগে প্রকাশিত হয়েছে যে, রূপান্তর প্রক্রিয়ায় গুরুতর সমস্যা রয়েছে, যার কারণে আমাদের উদ্বেগ আরো বেড়েছে।

শেয়ার করুন