৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৭:৪৯ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৫
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের সভা সাবেক কর্মকর্তাদের বৈঠকে অংশগ্রহণকারীরা


বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তারা চলতি বছর একটি মিলনমেলা আয়োজনের লক্ষ্যে গত ১২ মে সোমবার জ‍্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে সোসাইটির সাবেক কর্মকর্তাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক ডাঃ ওয়াদুদ ভুঁইয়া ও পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন। সভায় ২১ এপ্রিলের প্রথম সভার ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন, মিলন মেলা কোথায় এবং কখন করা যায়, বাজেট নির্ধারণ, ম্যাগাজিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেজিস্ট্রেশনের মাধ্যমে অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি কারা থাকবেন এসব এজেন্ডা হিসেবে রাখা হলেও বর্তমান কার্যকরি কমিটির পক্ষ থেকে কয়েকজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো খুদে বার্তায় সোসাইটি ৫০ বছর পূর্তি ও মিলন মেলা আয়োজনের জন‍্য একটি পরামর্শ সভার আহ্বানের বিষয় আলোচনায় আনা হলে এবং দুইটি অনুষ্ঠান পরস্পর বিরোধী কিনা এর প্রেক্ষিতে উপস্থিত অনেক সাবেক কর্মকর্তা বলেন, ৫০ বছর পূর্তি উদযাপন সোসাইটি করতে পারে এবং তারা যদি আমন্ত্রণ করে এবং সহযোগিতা চান তবে সাবেক কর্মকর্তার সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সোসাইটির সাবেক কর্মকর্তারা শুধু তারা নিজেদের জন‍্য আনন্দ মেলা বা মিলন মেলা করলে তা অবশ্যই কোন কনফ্লিকট করবে না এবং সাবেক কর্মকর্তারা তাদের অনুষ্ঠান করার পক্ষে অধিকাংশই সমর্থন করেন।

এদিকে সোসাইটির বর্তমান কমিটির কোন কর্মকর্তা নাকি একজন সাবেক সাধারণ সম্পাদককে কল করে বলেছেন সংবিধান মোতাবেক সোসাইটি রিইউনিয়ন করবে তা উপস্থাপন করা হলে সাবেক কর্মকর্তাদের প্রায় সকলে এ দাবি প্রত্যাখ্যান করে বলে সাবেক কর্মকর্তাদের অতীতে ২০০৮ ও ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল এর গত বিগত ১৪ বছর আর তা হয়নি, গঠনতন্ত্রে বলা আছে (ART.VI Section 3 Recreations:Sec .3.a. The society shall arrange an annual reunion of its members.) অর্থাৎ সোসাইটির গঠনতন্ত্র অনুসারে ধারা ঠও ধারা ৩ বিনোদন: ধারা ৩.ধ. সোসাইটি তার সদস্যদের নিয়ে একটি বার্ষিক পুনর্মিলনীর আয়োজন করবে)। এখানে বিষয়টি পরিষ্কার সোসাইটির সদস‍্যদের নিয়ে পুনর্মিলনী করার কথা বলা আছে কিন্তু শুধু সাবেক কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান করার কথা নেই, তাছাড়া সোসাইটির কিছু সাবেক কর্মকর্তা বর্তমানে সোসাইটির সদস্য নন। অনেকে ক্ষোভের সাথে বলেন, এ বছর বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ ডে প‍্যারেড করলো অথচ সেখানে অধিকাংশ সাবেক কর্মকর্তাদের ডাকা হয়নি, দুই চার জন যারা বিনাদাওয়াতে উপস্থিত ছিলেন তাদের সম্মান দেয়া হয়নি, আমরা জানতাম সোসাইটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী বা গোল্ডেন জুবলী পালন করা হবে কিন্তু হঠাৎ করে ৫০বছর পূর্তির সাথে মিলন মেলা সংযুক্ত করা উদ্দেশ্যপ্রণোদিত। সভায় সাবেক কর্মকর্তাদের পরিবার নিয়ে এবছরে মিলন মেলা বা আনন্দ মেলার সিদ্ধান্ত অব‍্যহাত রাখা হয়। সভায় বলা হয় রেজিস্ট্রেশন সাপেক্ষে অনুষ্ঠানে বর্তমান কমিটির সদস্য, বোর্ড অব ট্রাস্টির সকল সদস্য ও নির্বাচন কমিশনারদের আমন্ত্রণ জানানো হবে। পরে সভায় প্রস্তুতি কমিটির জন‍্য আহ্বায়কের সাথে একজনের স্থলে ২ জন যুগ্ম আহবায়কের প্রস্তাব করা হয়, ডাঃ ওয়াদুদ ভুঁইয়া আহ্বায়ক, যুগ্ম আহবায়ক আব্দুর রব মিয়ার সাথে নার্গিস আহমেদকে যুগ্ম আহবায়ক হিসেবে সংযুক্ত করা হয়, সদস্য সচিব বাবুল চৌধুরীর সাথে যুগ্ম সদস্য সচিব হিসেবে জেড আই চৌধুরী জুয়েল ও জে সানি মোল্লার নাম প্রস্তাব করা হয়, সমন্বয়ক মোঃ জামান তপনের সাথে সহ-সমন্বয়কারী হিসেবে মোঃ সাইফুল ইসলাম, সরোয়ার খান বাবু, মঈনুলউদ্দিন মাহবুব, একেএম রফিকুল ইসলাম (ডালিম) এর নাম প্রস্তাব করা হয়।

ফাইন্যান্স কমিটির প্রধান একেএম নুরল হকের সাথে সদস্য হিসেবে মোঃ হায়দারের নাম প্রস্তাব করা হয়। সাংস্কৃতিক কমিটির প্রধান হিসাবে সাইদ আহমেদ চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছে, অভ‍্যর্থনা কমিটির প্রধান হিসেবে মনিরুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছে। সাথে সকল সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ থাকার প্রস্তাব করা হয়েছে। স্যুভেনির কমিটির প্রধান শেখ সিরাজের নাম এবং সদস্য হিসেবে খান শওকত ও সিরাজ উদ্দিন সোহাগের নাম প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কুইন্স ও লংআইল‍্যান্ডের তিনটি ভ‍্যানু বিবেচনা করা হচ্ছে, আরো পাওয়া গেলেও বিবেচনা করা হবে। সভাপতি মিটিং মুলতবি ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন নার্গিস আহমেদ, আব্দুর রব মিয়া, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, সউদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, এ কে এম ফজলে রাব্বী, মনিরুল ইসলাম, দুলাল মিয়া এনাম, নিশান রহীম, একেএম নুরুল হক, শেখ সিরাজ, খন্দকার ফরহাদ, জেড আই জুয়েল চৌধুরী, সাইফুল ইসলাম, সিরাজ উদ্দিন সোহাগ, ওয়াহিদ কাজী এলিন, কাজী তোফায়েল ইসলাম, খান শওকত, সরোয়ার খান বাবু, সাইফুল্লাহ ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন