১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৬:৫৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে এক হাজার করে ডলার পাচ্ছেন অভিবাসীরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে এক হাজার করে ডলার পাচ্ছেন অভিবাসীরা


স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে সম্মত অভিবাসীদের জন্য প্রথম চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএচএস)। এ ফ্লাইটে করে নিজ দেশে ফেরারা পেয়েছেন এক হাজার করে মার্কিন ডলার। ফ্লাইটিতে কলম্বিয়া ও হন্ডুরাসের ৬৪ নাগরিকদের নিজ নিজ দেশে পাঠানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএচএস এ তথ্য জানিয়েছে। তারা বলছে, এটি একটি স্বেচ্ছামূলক চার্টার্ড বিমান ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজ নিজ দেশে ফেরা অবৈধ অভিবাসীরা সিবিপি হোম অ্যাপ ব্যবহার করেছে। তারা ভ্রমণ সহায়তা, এক হাজার করে ডলার ও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনাও বজায় রেখেছেন।’ গত ৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ ব্যয় বহনসহ এক হাজার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষিত এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এ সময় দেওয়া হয় তাদের ব্যক্তিগত বিষয়গুলো গুছিয়ে নেওয়ার জন্য।

শেয়ার করুন