০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জ্যামাইকার কাওরান বাজারে ডাকাতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৩
জ্যামাইকার কাওরান বাজারে ডাকাতি কাওরান বাজার সুপারমার্কেট


নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটে ঈদের দিন ২১ এপ্রিল শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এতে প্রায় ২৫/৩০ হাজার ডলারের মতো লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

জ্যাাইকার ১৪৮-১৯ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত কাওরান বাজার সুপার মার্কেটের অন্যতম স্বত্তাধিকারী ইলিয়াস খান জানান, দুর্বৃত্তরা মার্কেটটির পিছন দিক থেকে কৌশলে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ রেজিস্টার আর সেফবক্স ভেঙ্গে প্রায় ২৫/৩০ হাজার ডলার লুট করে নিয়ে যায়। তিনি জানান, ঈদের দিন শুক্রবার রাত ১১টার দিকে স্টোরটি বন্ধ করা হয় এবং শনিবার সকাল ৯টার দিকে স্টোর খোলার পর লুটের ঘটনা দেখা যায়। শুক্রবার মধ্য রাত থেকে শনিবার ভোর সময়ের মধ্যে লুটের ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে এবং পুলিশ স্টোরটি পরিদর্শন করেছে। অন্যদিকে পরদিন জ্যামাইকার আরেকটি বাংলাদেশী সুপার মার্কেটে এক কৃষ্ণাঙ্গ ক্যাশ রেজিস্ট্রারে থাবা মারে কিন্তু সফল হতে পারেনি। ভিডিওতে দেখা যায়, কৃষ্ণাঙ্গ যুবকটি ক্রেতা হিসাবে প্রথমে স্টোরে ঢুকে। কিন্তু কোন মামলামাল ক্রয় না করেই পকেট থেকে কয়েকটি ১ ডলারের নোট বের করে কর্মরত ক্যাশিয়ারকে বড় নোট দিতে বলে। কর্মরত ক্যাশিয়ার যখনই ক্যাশ বাক্স খোলে তখনই সে রেজিস্ট্রারে থাবা মারে কিন্তু সফল হতে পারেনি। পরে অবশ্য পুলিশ ডেকে রিপোর্ট করা হয়।

শেয়ার করুন