০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৩:২৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


হায়রামের জন্য জাকির চৌধুরীর ফান্ড রেইজিং
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
হায়রামের জন্য জাকির চৌধুরীর ফান্ড রেইজিং বক্তব্য রাখছেন হায়রাম মনসুরাত


ডিস্ট্রিক্ট ৩৫ থেকে অ্যাসেম্বলিম্যান পদে নির্বাচন করছেন বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত হায়রাম মনসুরাত। তার জন্য ফান্ড রেইজিংয়ের আয়োজন করেছিলেন ইয়র্ক হোল্ডিং রিয়েলেটির প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জাকির এইচ চৌধুরী। ফান্ড রেইজিং অনুষ্ঠানটি গত ১২ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ মজিব উর রহমান, ডা. শাহনাজ, হেলালুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, অ্যাডভোকেট নূরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সরকার ইসলাম, কাজী আসাদ, ভিপি জসীম, মুশফিকুর, সাঈদা আক্তার, মোফাজ্জল হোসেন, আশরাফ খোকন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে হায়রাম মনসুরাত বলেন, আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই জয়লাভ করবো। এবারের নির্বাচনে আমার আগ্রাধিকার হচ্ছেন বাংলাদেশিরা ভোটাররা। আমি দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছি। আমি আপনাদের নতুন বন্ধু নয়, পুরাতন বন্ধু। আপনারা জানেন নিউইয়র্ক সিটির বর্তমান অবস্থা। গ্যাসের মূল্যসহ সব জিনিসপত্রের দাম বেড়েছে। যে কারণে নির্বাচনী ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমার অর্থের প্রয়োজন। তিনি বলেন, আমি ১৮ বছর আগে কাউন্সিলম্যান ছিলাম। আপনাদের কর্মী হিসেবে কাজ করেছি। বিচারক সোমা সাঈদের পক্ষে আমি কাজ করেছি। আমাদের কারণেই তিনি প্রথম বাংলাদেশি এবং মুসলিম বিচারক নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। মেশিনও আমাদের বিরুদ্ধে। তবে আমরা এতে বিচলিত নয়। আমরাই এখন মেজরিটি। আপনাদের নিয়েই আমি বিজয় উত্সব করবো। তিনি বলেন, ১৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত অগ্রিম ভোট এবং চ‚ড়ান্ত ভোট ২৮ জুন। অনুষ্ঠান আয়োজন করার জন্য জাকির এইচ চৌধুরীকে ধন্যবাদ জানান।

জাকির এইচ চৌধুরী বলেন, হায়রাম মনসুরাত জয়ী হবার জন্য মাত্র ৬ হাজার ভোটের প্রয়োজন। যে কারণে আমাদের সবার ভোট দেয়া উচিত। তিনি বলেন, হায়রাম মনসুরাত দীর্ঘদিন ধরেই আমাদের পরীক্ষিত বন্ধু। যে কোন সময় যে কোনো প্রয়োজনে ফোন করলে সে আপনাদের পাশে থাকবে। এ ছাড়াও বিগত নির্বাচনগুলোতে তিনি বাংলাদেশিদের পাশে ছিলেন এবং আগামীতেও আমাদের পাশে থাকবেন। তিনিই আলবেনীতে আমাদের প্রতিনিধি হবেন। তিনি সবাইকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে অন্য বক্তাও হায়রাম মনসুরাতকে ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন