০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউআর্কের মেয়রকে ভুলভাবে গ্রেপ্তার : ইউএস অ্যাটর্নি হাব্বার বিরুদ্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
নিউআর্কের মেয়রকে ভুলভাবে গ্রেপ্তার : ইউএস অ্যাটর্নি হাব্বার বিরুদ্ধে মামলা


নিউ জার্সির নিউআর্ক শহরের মেয়র রাস বারাকা গত ৩ জুন মঙ্গলবার ইউএস ভারপ্রাপ্ত অ্যাটর্নি আলিনা হাব্বার বিরুদ্ধে ভুলভাবে গ্রেপ্তারে একটি মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ৯ মে নিউআর্ক বিমানবন্দরের নিকটবর্তী একটি অভিবাসন আটক কেন্দ্র ‘ডিলানি হল’-এর বাইরে বিক্ষোভ চলাকালে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করা হয়েছে। মেয়র বারাকার দাবি, তিনি ওইদিন তিনজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যের সঙ্গে একটি অনুমোদিত ওভারসাইট ট্যুরে অংশ নিতে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন, যা যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে অনুমোদিত। তবে কেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অ্যাটর্নি হাব্বার নির্দেশে তাকে ‘ট্রেসপাসিং’ বা অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। যদিও দুই সপ্তাহ পর ওই অভিযোগ প্রত্যাহার করা হয় এবং ফেডারেল বিচারক অ্যান্ড্রে এসপিনোসা অ্যাটর্নি হাব্বার আচরণকে উদ্বেগজনক ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেন। বারাকা বলেন, এটা প্রতিশোধের জন্য নয়। আমি চাই তারা দায়িত্ব নিক এবং প্রকাশ্যে বলুকএই ঘটনা ভুল ছিল।

বর্তমানে নিউ জার্সির গভর্নর পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাস বারাকা, যার ভোটগ্রহণ ১০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার দাবি, অ্যাটর্নি হাব্বা রাজনৈতিক উদ্দেশ্যে, বিশেষ করে নিউ জার্সিকে রিপাবলিকান-সমর্থিত ‘রেড স্টেট’ বানানোর লক্ষ্যকে সামনে রেখে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। উল্লেখ্য, হাব্বা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে হাব্বা বারাকাকে “আইন ভঙ্গকারী” ও “নাটকীয়তা প্রদর্শনকারী” বলে আখ্যায়িত করেছেন, যা তার মর্যাদার ক্ষতি করেছে এবং মানহানিকর। মামলায় হাব্বার পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন তদন্ত কর্মকর্তাকেও বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাব্বা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, ওই ঘটনার সময় নিউ জার্সির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য লামোনিকা ম্যাকআইভারও উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধেও পরে কেন্দ্রে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, যা তিনি অস্বীকার করেছেন এবং আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মামলার প্রাথমিক শুনানি এ মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিউ জার্সির রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম হয়েছে এবং গভর্নর নির্বাচনকে সামনে রেখে এটি এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

শেয়ার করুন