১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


১৭ বছর পর মা-মেয়ের আবেগঘন মুহূর্ত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
১৭ বছর পর মা-মেয়ের আবেগঘন মুহূর্ত মায়ের সাথে ডা. জোবাইদা রহমান


১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জোবাইদা রহমান। সন্ধ্যা ৬টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’ থেকে একটি ব্লু কালারের গাড়িতে করে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে যান। তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

গত ১ মে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু।

২০০৮ সালে অসুস্থ স্বামী তারেক রহমানকে উন্নত চিকিৎসার লন্ডনে যান জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এরপর থেকে তারেক রহমানের সাথে তার বিরুদ্ধেও তৎকালীন সরকার বিভিন্ন মামলা দায়ের করেন। ওই রকম মামলা থেকে রেহাই পাননি ইকবাল মান্দ বানু। ফলে ১৭ বছর আর দেশে ফেরা হয়নি ডা. জোবাইদার।

৬ মে মঙ্গলবার সকালে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে জোবাইদা রহমান দেশে ফেরেন। ফিরোজায় পৌঁছানোর পর বিকালে মামী কানিজ ফাতেমাকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসেন জোবাইদা। কেবিন ব্লকে ইকবাল মান্দ বানু চিকিৎসাধীন আছেন। সেখানে আগে থেকেই ছিলেন বড় বোন শাহীনা জামান।

এদিকে জোবাইদা রহমান স্কয়ার হাসপাতালে আসবেন সেজন্য আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

হাসপাতালে পৌঁছালে সুরভী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় জোবাইদাকে। এ সময়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত, নাসির উদ্দিন অসীম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, নুরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

মায়ের সাথেও দীর্ঘ বছর পর মায়ের দেখা হলো মেয়ে জোবাইদার। হাসপাতালের বিশেষ লিফটে কেবিনে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। এই সময়ে নিকট আত্মীয় স্বজনরা ছিলেন। এই রিপোর্ট লেখা রাত সাড়ে ৮টা পর্যন্ত জোবাইদা হাসপাতালে মায়ের সাথেই আছেন।

বিএনপি নেতারা জানান, এখান থেকে রাতে ‘মাহবুব ভবনে’ যাবেন জোবাইদা রহমান। সেখানে কিছু সময় অতিবাহিত করে রাতে আবার ফিরোজায় ফিরে যাবেন তিনি। দুই দিন আগে থেকে ধানমন্ডি ৫ নং সড়কে বাবা সাবেক নৌ প্রধানের বাসা ‘মাহবুব ভবন’কে প্রস্তুত করা হয়েছে ছোট মেয়ের জন্য। সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে।এই বাসায় জোবাইদা রহমানের মা এবং বড় বোন বসবাস করেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। কয়েক বছর আগে চিকিৎসার জন্য ব্যাংককে একটি হাসপাতালে তাকে নেয়া হয়েছিল।

‘সুরভী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু। এই সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। এই কর্মকান্ডের জন্য তাকে ‘স্বাধীনতা পদক’ প্রদান করে সরকার।

শেয়ার করুন