লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএর বার্ষিক সাধারণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৫ জুন রবিবার। উডসাইডস্থ মুনলাইট রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূর হোসেন লিটন। কার্যনির্বাহী পরিষদের আসন গ্রহণ, কোরআন তেলাওয়াত, শোক প্রস্তাব, সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য, নতুন সদস্যদের বরণ, প্রতিবেদন উপস্থাপন, অডিট রিপোর্ট, বনভোজন ও নির্বাচন কমিশন গঠনসহ মোট ১৩টি কর্মসূচি সভায় আলোচিত হয়।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য ৪ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান আমির হোসেন বাবু এবং কমিশনার হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ জহিরুল ইসলাম মুকুল, মোহাম্মদ কাশেম খান ও মোহাম্মদ আলী। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট। আগ্রহী ভোটারদের ১০ আগস্ট রোববার বিকাল ৮টার মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
সাধারণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত হয়েছিলেন তানভীর এইচ চৌধুরী বাবু, মজিব উল্যাহ খান, মোহাম্মদ ইউনূস মিয়া, মাকসুদুর রহমান, তসলিম উদ্দিন খান, ইব্রাহীম চৌধুরী রতন, আমীর হোসেন বাবু, আবুল হোসেন, সুলতান আহম্মেদ বাবুল, নুর নবী, আলমগীর মোল্লা, মোহাম্মদ আলী, নুর হোসেন বাবুল, মোহাম্মদ জহিরুল হক মুকুল, মোহাম্মদ কাশেম খান, মাহবুব চৌধুরী, ফারহানা মাহবুব, মান্নান মূধা মহন, শামসুল ইসলাম তরুণ, আব্দুর রহিম, মান্নান খান, খোরশেদ আলম, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন, মো. ইব্রাহীম, বেলায়েত হোসেন, মাহমুদর রহমান তানিম প্রমুখ।
বনভোজন অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, স্থান নির্ধারণ করা হয়েছে হ্যাকশেয়ার স্টেট পার্ক। বনভোজন আয়োজক কমিটিতে নূর হোসেন বাবুলকে আহ্বায়ক ও মজিব উল্লাহ খানকে সদস্য সচিব করা হয়। উডসাইড, জ্যামাইকা, স্টেটেন আইল্যান্ড, লং আইল্যান্ড, ব্রঙ্কস, ব্রুকলিন ও ওজোন পার্কে বিভিন্ন সহযোগী সম্পাদক নিয়োগ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মার্চ ২০২৩ থেকে জুন ২০২৫ পর্যন্ত মোট আয় ১ লাখ ৬০ হাজার ৮৩৫ ডলার এবং ব্যয় ১ লাখ ৫১ হাজার ৪৬৯ দশমিক ০৮ ডলার। পূর্বের অবশিষ্টসহ বর্তমানে ব্যাংকে ব্যালেন্স আছে ২১ হাজার ৩৫৩ দশমিক ৯২ ডলার।
সোসাইটির নামে কেনা ১২০টি কবরের মূল্য সম্পূর্ণ পরিশোধ করে সার্টিফিকেট বুঝে নেওয়া হয়েছে। এর মধ্যে ২৭টি কবর বিক্রয় করা হয়েছে এবং অবশিষ্ট ৯৩টি কবর সোসাইটির দায়িত্বে আছে। প্রয়াত সদস্যদের পরিবার চাইলে কবর অনুদান বা ৯০০ ডলার নগদ পাবে তবে অন্যান্য খরচ পরিবারের ওপর থাকবে।
উল্লেখ্য, সংগঠনটি এবার প্রথমবারের মতো নতুনভাবে নিবন্ধিত হয়ে নন-প্রোফিট অর্গানাইজেশনে রূপান্তরিত হয়েছে। সবশেষে মাওলানা কাজী কাইয়ুমের পরিচালনায় মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। নৈশভোজের মাধ্যমে সভা সমাপ্ত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।