২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:৩২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি


নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২২-২০২৩ কার্য বৎসরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গত ২৫ জুলাই গঠন করা হয়েছে। জ্যাকসন হাইটসের বারী হোম কেয়ার কার্যালয়ে নির্বাচন কমিশনের সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার লায়ন্স শাহ নেওয়াজ। আরো উপস্থিত ছিলেন কমিশনার লায়ন্স অ্যাডভোকেট নাসির উদ্দিন, লায়ন্স মোহাম্মদ সাঈদ, লায়ন্স আসেফ বারী।

উল্লেখ্য, গত ৩০ জুন লায়ন্স ক্লাবের নির্বাচন সভায় চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে লায়ন্স আহসান হাবিব, সেক্রেটারী পদে লায়ন্স হাসান জিলানী, কোষাধ্যক্ষ লায়ন্স মশিউর রহমান মজুমদার এবং মেম্বার চেয়ার পদে জেএফএম রাসেল নির্বাচিত হয়ে ছিলেন।

গত সোমবার নির্বাচন কমিশনের সভায় অন্যান্য ক্লাব কর্মকর্তাদের নাম চ‚ড়ান্ত করা হয়। যাদের মধ্যে রয়েছেন- সভাপতি লায়ন্স আহসান হাবিব, সদ্য বিদায়ী সভাপতি লায়ন্স আসেফ বারী, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন্স রকি আলিয়ান, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন্স রানু নেওয়াজ, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন্স মুনমুন হাসিনা, চতুর্থ ভাইস প্রেসিডেন্ট লায়ন্স রেজা রশিদ, পঞ্চম ভাইস প্রেসিডেন্ট লায়ন্স ফাহাদ সোলায়মান, জেনারেল সেক্রেটারি লায়ন্স হাসান জিলানী, যুগ্ম সাধারণ সম্পাদক (এডমিন) লায়ন্স ডেজি ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রজেক্ট) লায়ন্স ফেমড রকি, কোষাধ্যক্ষ লায়ন্স মো. মশিউর রহমান মজুমদার,

টেল টুয়েস্টার লায়ন্স অনিক রাজ, লায়ন্স টেমার লায়ন্স রুহুল আমিন, মেম্বারশিপ চেয়ার লায়ন্স জেএফএম রাসেল, ডাইরেক্টর লায়ন্স আব্দুর রহিম হাওলাদার, লায়ন্স মোহাম্মদ আলী, লায়ন্স হারুন ভ‚ইয়া, লায়ন্স মহব্বত আখন্দ, লায়ন্স লায়ন্স এমএস আলম, লায়ন্স আবেদা খানম, লায়ন্স একেএম রফিকুল ইসলাম ডালিম, লায়ন্স মোহাম্মদ কাসেম, লায়ন্স আবুল কাসেম চৌধুরী, লায়ন্স নূরুল আজিম।


শেয়ার করুন