২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৪:৪৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :


বাংলা একাদশের পুনর্মিলনী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
বাংলা একাদশের পুনর্মিলনী


নিউইয়র্কে এক সময়ের মাঠ কাঁপানো ও সাড়া জাগানো দুইবারের ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও ৩ বার মিনি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ফুটবল টিম বাংলা একাদশ ও সহযোগী সংগঠন বাংলা সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩০ জুলাই সংগঠনের খেলোয়াড়, কর্মকর্তা ও সদস্যদের প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আলাদীনের স্বত্বাধিকারী আব্দুল জাব্বার খান মুরাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন আরবাব চৌধুরী।

অনুষ্ঠানে ভার্জিনিয়া, জর্জিয়া, মিলাওয়াকি, ফ্লোরিডা, নিউজার্সি ও মেরিল্যান্ডসহ বিভিন্ন স্টেট থেকে সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশের খ্যাতিমান জাতীয় ক্রীড়াবিদ মোস্তফা হোসেন মুকুল, আব্দুল্লা সাইক, সাঈদুর রব, সাইদুর রহমান ডন ও ইউসুফ বাবু। বাংলা একাদশের খেলোয়াড়, কোচ, অধিনায়ক ও কর্মকর্তাদের অসাধারণ ভ‚মিকার জন্য ট্রফি প্রদান করা হয় এবং সকল খেলোয়াড় কর্মকর্তা, সদস্য ও আগত অথিতিদের বাংলা একাদশের লগো সম্বলিত জার্সি প্রদান করা হয়।

এছাড়া সাবেক সভাপতি সুকুমার রয়, খেলোয়াড় বব ও আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের ছবি জার্সিতে বাংলা একাদশের লোগো প্রিন্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বক্সার সেলিম, শাজালাল মোবিন, ফজলে হোসেন বাদশা, মন্জুর আহমেদ চৌধুরী, রুহুল আমিন সিদ্দিকী, আউয়াল ভ‚ইয়া। আগামী বছর আবার নিউইয়র্ক বা ভার্জিনিয়ায় পুনর্মিলনী অনুষ্ঠান হবে বলে জানা গেছে।


শেয়ার করুন