২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৪:৫৩:৫৭ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক মসজিদে চলছে খতম তারাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক মসজিদে চলছে খতম তারাবি টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির নামাজ আদায়


মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই প্রথম বারের মতো নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথম রজমানে ইফতারি ও তারাবির নামাজ আদায় করা হয়েছে। নিউইয়র্ক শহরের এই টাইমস স্কয়ার স্থানটি পৃথিবীর সব মানুষের কাছে একটি আশ্চর্য বা সেরা সৌন্দর্য্যে একটি স্থান। অনেকেই বলে থাকেন যে পৃথিবীর সপ্তম আশ্চর্য মতো এটি। মহান সৃষ্টি কর্তার কাছে অশেষ কৃতজ্ঞ যে নিউইয়র্কের সব চেয়ে দর্শনীয় স্থানে ইতিহাসের সর্বপ্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। যে শহরে ৫০ বছর আগে কোন মসজিদ ছিল না, সে শহরে তিন শতের মতো মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে । এই তারাবি নামাজে শত শত নারী / পুরুষ সুশৃঙ্খলভাবে এক সাথে নামাজ আদায় করেছেন । মূলধারার মুসলমানরা এই উদ্যোগে গ্রহণ করেন। এই উদ্যোগের সাথে অনেক বাংলাদেশিও অংশগ্রহণ করেন। কেউ কেউ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- আমার ২৮ বছরের আমেরিকার জীবনে এটাই ছিল সবচেয়ে বড় অর্জন এবং আমি যে কী আনন্দ পেয়েছি তার ভাষায় প্রকাশ করতে পারবো না। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকায় মুসলমানদের নিয়ে এখনো বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলতে এসেছি- ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং সৌহার্দ্য সম্প্রীতির ধর্ম। অনুষ্ঠানের শুরুতে সবাইকে ইফতার বিতরণ করা হয়। ইফতার শেষে তারাবির নামাজ আদায় করা হয়। মুসলমানদের এই অনুষ্ঠানে মূলধারার লোকজনের আগ্রহ ছিল লক্ষণীয়। এ ছাড়াও মূলধারার বেশ কয়েকটি মিডিয়ায়া তা ফলাও করে প্রচার করা হয়। জানা গেছে, এই অনুষ্ঠানে কয়েকশ মুসলমান অগ্রহণ করেন এবং সবাই রোজা রেখেছিলেন। অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে শেষ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এদিকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ২ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। শুক্রবার থেকেই বিভিন্ন স্টেটের মসজিদগুলোতে তারবির নামাজ শুরু হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন প্রায় পাঁচ শতাধিক মসজিদে চলছে খতম তারাবি। আবারো কোন কোন স্থানে চলছে সুরা তারাবি। তবে অধিকাংশ মসজিদেই হচ্ছে খতম তারাবি। বেশিরভাগ মসজিদেই নতুন প্রজন্মের হাফেজরা তারাবির নামাজে ইমামতি করছেন।
মহামারী করোনা ভাইরাসের ছোবল থেকে রা পেতে প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ সরকারি আদেশে প্রায় ঘরবন্দি ছিলেন। এই দুই বছরের চেয়ে এবারে স্বতঃস্ফূর্তভাবে মসজিদের ভেতরে খতমে তারাবি নামাজে অংশ নিতে পারছেন অনেকেই।


যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির প্রায় শতাধিক মসজিদে নিয়মিত খতম তারাবির ব্যবস্থা করেছেন বাংলাদেশি পরিচালিত মসজিদ কমিটি। এছাড়া বিভিন্ন মসজিদে ইফতার মাহফিলের পর গভীর রাত পর্যন্ত চলছে ধর্মীয় বয়ান।  কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন।


অন্যান্য বছর চাঁদ দেখা নিয়ে বিভক্তির সৃষ্টি হয়। যে কারণে দুইদিনে রোজা শুরু হয় এবং ঈদও দুইদিনে হয়। এবার সবাই একসাথে রোজা শুরু করেছেন।

শেয়ার করুন