২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৩:০৪:৪২ অপরাহ্ন


বাংলাদেশির গায়ে চা : গ্রেফতার পাকিস্তানি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
বাংলাদেশির গায়ে চা : গ্রেফতার পাকিস্তানি গ্রেফতার করে পাকিস্তানিকে নিয়ে যাচ্ছে পুলিশ


জ্যাকসন হাইটস বাংলাদেশিদের প্রিয় জায়গা। এই জ্যাকসন হাইটসেই রয়েছে সব কিছু। জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশিরা আসেন বাজার করতে, কেউ আছেন অফিশিয়াল কাজ করতে, কেউ আসেন আড্ডা দিতে। অন্যদিকে এই জ্যাকসন হাইটসেই প্রতিদিন হচ্ছে সভা-সমাবেশ। জ্যাকসন হাইটসে যেমনি প্রিয় জায়গা এই জ্যাকজন হাইটস আবার বিড়ম্বনারও জায়গা। প্রতিদিনই কিছু কিছু না ঘটছে। পার্কিং নিয়ে গণ্ডগোল নিত্যব্যাপার। আবার ধাক্কা লাগলেও সমস্যা হয়। যেমনটি ঘটেছে গত ২৩ জুন সন্ধ্যায় সাড়ে আটটার সময়। ঐ দিন রাতে বাংলাদেশি আশরাফুল করিম তার স্ত্রীসহ বাজার করে ৭৩ স্ট্রিট ধরে হেঁটে ৩৭ এভিনিউর দিকে যাচ্ছিলেন। এই সময় শফিক ঢোলির পাক ও খেলার দোকানের সঙ্গে বয়োবৃদ্ধ ঐ বাংলাদেশির সঙ্গে একজন পাকিস্তানির গায়ে ধাক্কা লাগে। এই সময় পাকিস্তানি ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা গরম চা বাংলাদেশীর বুকে ছুড়ে মারেন। এই নিয়ে দুই জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়, মৃধু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বাংলাদেশীকে ধাক্কা দিয়েই ঐ পাকিস্তানি দৌড়ে চলে যেতে থাকেন। তার গাড়ি রাখা ছিল খামারবাড়ি গ্রোসারির সামনে সেখানে তার স্ত্রীসহ আরো কয়েকজন ছিলেন। এদিকে বাংলাদেশী আশরাফুল করিম এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে তাদের গাড়ির সামনে অবস্থান নেন। এই সময় বাংলাদেশীরা তার গতিরোধ করে এবং গাড়ি থেকে নামিয়ে আনে, সেই সঙ্গে পুলিশ কল করা হয়। পুলিশ কল করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যন্ত করে। বাংলাদেশিকে অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং পাকিস্তানিকে গ্রেফতার করে নিয়ে যায়।

শেয়ার করুন