২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৭:৫১:০১ পূর্বাহ্ন


ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যাবসায়ীদের মধ্যে সংঘর্ষ
থমথমে পরিস্থিতি তবে দুই পক্ষই শান্ত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২২
থমথমে পরিস্থিতি তবে দুই পক্ষই শান্ত ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যাবসায়ীদের মধ্যে সংঘর্ষ , ছবি/সংগৃহীত


নিউমার্কেট -কলেজের শিক্ষার্থীদের মধ্যকার ঘটনা আপাতত শান্ত। দুই পক্ষই নীরবতা বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষন করছে। ইতিমধ্যে দুপুরের পরের দিকে নিউমার্কেট এলাকার কিছু ব্যাবসায়ী তাদের দোকানপাট খুলতে চেষ্টা করছেন। তবে সবার মাঝেই একটা ভীতি কাজ করছে। কখন কী আবার ঘটে যায়। ঢাকা কলেছের ছাত্ররাও একটু দম দিয়েছে। শিক্ষকরা তাদেরকে বুঝিয়েছেন। আপাতত সে বুঝ নিয়ে তারা শান্ত। তবে এত দ্রুত সবকিছু স্বাভাবিক বলা যাচ্ছেনা। পরিস্থিতি পর্যবেক্ষনে সবাই। তবে এতকিছু ঘটে গেলেও কোনো মামলা হয়নি বলে জানা গেছে। 

তবে ইতিমধ্যে বিভিন্ন কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে একাত্বতা ঘোষনা করে বিভিন্নস্থানে ছাত্ররা বিক্ষুব্ধ অবস্থায়। জানা গেছে আইডিয়ালের ছাত্রের একটা দল ঢাকা কলেজে মিছিল করে আসার পর ঢাকা কলেছের ছাত্ররা তাদেরকে পরিস্থিতি বুঝিয়ে ফেরত পাঠায়। ফলে আপাতত বড় ধরনের কোনো শঙ্কা নেই বলেই প্রতীয়মান হচ্ছে। 

তবে ছাত্রদের মধ্যে ব্যাবসায়ীদের আচরণ ও তাদের নানা কথাবার্তা প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করেছে। সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে।  

এর আগে রাজধানী ঢাকার শীর্ষ ৭ কলেজ ঢাকা কলেজের ছাত্রের সাথে একাত্মতা ঘোষণা করেছেভ যার অর্থ একটা ভয়ানক পরিস্থিতির দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছিল। সবারই এক কথা, ব্যবসায়ীরা এত বড় সাহস কোথা থেকে পায় যে ছাত্রদের গায়ে হাত তুলবে। 

তবে পুলিশ বলছে সম্পূর্ণ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল। 

এদিকে রাজধানীতে বেশ কিছুদিন ধরেই প্রচন্ড যানজটে হিমশিম খাচ্ছে মানুষ রাস্তায় গাড়ি যেন চলছে না, এমন অবস্থায় গত দুইদিন ঢাকা কলেজ নিউমার্কেট সাইন্স ল্যাবরেটরী এলাকায় ওই সংঘর্ষে ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। ফলে সে প্রেসারটা এসে অণ্যসব রোডের উপর পরে ভয়াবহ আকার ধারন করে। সে জ্যামের প্রেসার আজও বিদ্যমান। 

তবে আজ ২০ এপ্রিল ক্লাশ শেষে শিক্ষামন্ত্রনালয়ের পুর্ব ঘোষিত রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ফলে ছাত্র-ছাত্রীরা যে যার বাসা-বাড়ীতে ফেরায় ব্যাস্ত হয়ে যাবেন। এতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং নিউমার্কেট এলাকায় ব্যাবসা প্রতিষ্ঠান স্বাভাবিক গতি ফিরে আসবে।  

শেয়ার করুন