২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ৬:৫৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :


পৃথিবীটা শান্ত হবে
সুজন দাশ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
পৃথিবীটা শান্ত হবে


পৃথিবীটা শান্ত হবে এই আশাতে থাকি,

মিটবে ক্ষুধা দরিদ্রতা-স্বপ্ন চোখে আঁকি।

মানবতার উন্নয়নে,

ছুটবে সকল জনগণে!

সততাকে ঊর্ধ্বে তুলে লোভ-লালসা রাখি।


ন্যায় ও নীতির মহান পাঠে গড়বে তুলে জাতি,

হিংসা ক্রোধে বর্বরতায় উঠবে না আর মাতি!

মহত্ত¡কে ধরবে তুলে,

বলবে কথা প্রাণটি খুলে!

কথায় কথায় লাভ ও লোভে উঠবে না কেউ তাতি।


শিা সেবা চিকিৎসাতে আগায় যদি সবে,

ঐক্যটারে সবার আগে ঊর্ধ্বে নিতে হবে।

নীতির পাঠে জাগবে শিশু,

প্রীতিই হবে প্রধান ইস্যু!

পলিটিক্যাল নোংরামিটা ভুলতে হবে তবে।

শেয়ার করুন