০৩ মে ২০১২, শুক্রবার, ০৫:০৯:১৯ অপরাহ্ন


ভোট নিতে নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি বিরত রাখার আহ্বান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৩
ভোট নিতে নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি বিরত রাখার আহ্বান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম/ফাইল ছবি


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ভোটাধিকার ও নাগরিক অধিকার ছিনিয়ে নিয়েছে। সরকার তলে তলে সব আসনে এমপি সিলেক্ট করে আন্তর্জাতিক সমর্থন আদায়ে পাতানো একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু কিংস পার্টি ও ডমেস্টিক দল নিয়ে কথিত নির্বাচনি বৈতরণী পার হতে যাচ্ছে।


শনিবার বিকালে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।  রেজাউল করীম বলেন, এবার নির্বাচন হচ্ছে নৌকা-স্বতন্ত্র-ডামি নৌকা-বিদ্রোহী নৌকার চরিত্রে নাটকে অভিনয় করছে। এভাবে নির্বাচনের নামে তামাশার কোনো মানে হয় না।


তিনি আরও বলেন, সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ। কাজেই জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
চরমোনাই পির বলেন, কথিত নির্বাচনে ভোটার নেওয়ার জন্য নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন, নাগরিক সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করছে; যা সত্যিকারের অমানবিক। এখান থেকে সরকার দলীয় লোকজন বিরত থাকার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, ভোট বর্জন নাগরিক অধিকার। সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে।

শেয়ার করুন