১৬ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৯:১৯:৫৫ অপরাহ্ন


কতিপয় অ্যাসাইলাম আবেদন অনলাইনে পেশ করা যাবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
কতিপয় অ্যাসাইলাম আবেদন অনলাইনে পেশ করা যাবে


আপনি এখন কতিপয় অ্যাসাইলামের আবেদন অনলাইনেও পাঠাতে পারেন। গত ৯ নভেম্বর বিষয়টা নিয়ে এক ঘোষণায় বলা হয়, ফরম আই-৫৮৯ অর্থাৎ অ্যাসাইলামের ও এদেশ থেকে বিতাড়ন স্থগিত রাখার জন্য আবেদন অনলাইনেও পাঠাতে পারেন। তবে ইমিগ্রেশনের পাশাপাশি প্রাথমিক আবেদন সরাসরি পেপার ভার্সনেও মেইলে গ্রহণ করবে। তবে ইউএসসিআইএস অনলাইনে আবেদন চার খাতে প্রসেস মতো করতে পারে। 

তবে সব ক্ষেত্রে এখন হ্যাঁ ব্যাক প্রাথমিক আবেদন অনলাইনে করা যাবে না। আবেদনকারীদের তাদের অনলাইন অ্যাকাউন্ট করে প্রাথমিক আবেদন পেশ করতে হবে। তবে যদি আবেদনকারীদের প্রসিডিং কোর্টে চলে যায়, যদি সঙ্গীহীন শিশু হয়, যদি স্পেশাল নির্দেশনায় অনলাইনে পেশের সুযোগ না থকে বা ইতিমধ্যেই আই-৫৮৯ পেশ করেছে, তাদের অনলাইনে পেশের সুযোগ নেই।

শেয়ার করুন